চুঁচুড়া খাদিনামোরে বিজেপির মিছিল

চুঁচুড়া খাদিনামোরে বিজেপির মিছিলে তৃনমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে হামলার অভিযোগ।বিধায়কের পাল্টা অভিযোগ তার গাড়ি আটকে নিগ্রহের। বিজেপির অভিযোগ তাদের মিছিলে হামলা করা হয় বিধায়কের নেতৃত্বে। মারধোর করা হয় বিজেপি কর্মিদের। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালে পুলিশ পৌঁছায় খাদিনামোরে। তৃনমূল বিধায়কের অভিযোগ তিনি বিধানসভার স্টান্ডিং কমিটির মিটিং থেকে ফিরছিলেন সেই সময় তার গাড়ি আটকে হেনস্থা করা হয়।

 

খাদিনামোর তৃনমূল পার্টি অফিসে সেসময় মিটিং চলছিল বিধায়ককে আক্রান্ত হতে দেখে তৃনমূল কর্মিরা বেরিয়ে পরেন।বিজেপি কর্মিদের মেরে এলাকা ছাড়া করা হয়।বিধায়ক তৃনমূল কর্মিদের নির্দেশ দেন বিজেপি কর্মিদের মারধোর করতে। বিজেপির অভিযোগ তাদের শান্তিপূর্ণ মিছিলে উদ্দেশ্য প্রনোদিত হয়ে হামলা চালানো হয়।বিধায়ককে দেখা লাঠি নিয়ে মারধোর করতে।

আরও পড়ুন – মিরিখ শীঘ্রই একটি সবুজ শহরে পরিণত হবে

উল্লেখ্য, চুঁচুড়া খাদিনামোরে বিজেপির মিছিলে তৃনমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে হামলার অভিযোগ।বিধায়কের পাল্টা অভিযোগ তার গাড়ি আটকে নিগ্রহের। বিজেপির অভিযোগ তাদের মিছিলে হামলা করা হয় বিধায়কের নেতৃত্বে।মারধোর করা হয় বিজেপি কর্মিদের।

 

ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালে পুলিশ পৌঁছায় খাদিনামোরে। তৃনমূল বিধায়কের অভিযোগ তিনি বিধানসভার স্টান্ডিং কমিটির মিটিং থেকে ফিরছিলেন সেই সময় তার গাড়ি আটকে হেনস্থা করা হয়। খাদিনামোর তৃনমূল পার্টি অফিসে সেসময় মিটিং চলছিল বিধায়ককে আক্রান্ত হতে দেখে তৃনমূল কর্মিরা বেরিয়ে পরেন। বিজেপি কর্মিদের মেরে এলাকা ছাড়া করা হয়। বিধায়ক তৃনমূল কর্মিদের নির্দেশ দেন বিজেপি কর্মিদের মারধোর করতে।
বিজেপির অভিযোগ তাদের শান্তিপূর্ণ মিছিলে উদ্দেশ্য প্রনোদিত হয়ে হামলা চালানো হয়।বিধায়ককে দেখা লাঠি নিয়ে মারধোর করতে।