নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জঙ্গিপুর মহকুমা শাখার ১০ম ত্রি-বার্ষিক সম্মেলন। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি A.B.T.A আয়োজিত জঙ্গিপুর মহকুমা শাখার ১০ম ত্রি-বার্ষিক সম্মেলন হয় মুর্শিদাবাদের আহিরণ হেমঙ্গিনী বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ে। বেলা ১১টার সময় নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পতাকা উত্তলন করে সম্মেলনের উদ্বোধন করেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা কোচবিহার জেলা শাখার সম্পাদক সুজিত দাস।
উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সভা আরম্ভ হয়। এদিন সম্মেলনে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা তাদের একাধিক দাবি তুলে ধরেন বক্তব্যের মধ্য দিয়ে। দাবি গুলো হলো – অবিলম্বে স্কুল ও মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক – শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করতে হবে, অবিলম্বে হাইকোর্ট নির্দেশিত বকেয়া ৩১% মহার্ঘভাতা দিতে হবে, শিক্ষাকর্মীদের বেতন, কাঠামো ও অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত ভাতা দিতে হবে, স্কুল গুলোতে শিক্ষা বহির্ভুত কাজের বোঝা কমাতে হবে, শিক্ষক- শিক্ষাকর্মীদের স্বাস্থ্য সাথীর পরিবর্তে WB Health Scheme চালু করতে হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন সুমন্ত কৈলঠা, জয়দেব হালদার, ইকবাল আহমেদ।
জুলফিকার আলী, মজিবুর রহমান, ওবাইদুর রহমান, সামিয়াত আলী, আব্দুর রউফ সহ প্রায় ৮৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন – পূজার দিনগুলিতে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় বাজবে না ডি.জে
উল্লেখ্য, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি A.B.T.A আয়োজিত জঙ্গিপুর মহকুমা শাখার ১০ম ত্রি-বার্ষিক সম্মেলন হয় মুর্শিদাবাদের আহিরণ হেমঙ্গিনী বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ে। বেলা ১১টার সময় নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পতাকা উত্তলন করে সম্মেলনের উদ্বোধন করেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা কোচবিহার জেলা শাখার সম্পাদক সুজিত দাস।
উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সভা আরম্ভ হয়। এদিন সম্মেলনে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা তাদের একাধিক দাবি তুলে ধরেন বক্তব্যের মধ্য দিয়ে। দাবি গুলো হলো – অবিলম্বে স্কুল ও মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক – শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করতে হবে, অবিলম্বে হাইকোর্ট নির্দেশিত বকেয়া ৩১% মহার্ঘভাতা দিতে হবে, শিক্ষাকর্মীদের বেতন, কাঠামো ও অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত ভাতা দিতে হবে, স্কুল গুলোতে শিক্ষা বহির্ভুত কাজের বোঝা কমাতে হবে, শিক্ষক- শিক্ষাকর্মীদের স্বাস্থ্য সাথীর পরিবর্তে WB Health Scheme চালু করতে হবে।