Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
জমা জলে দুর্ভোগ,খানা খন্দে ভরা রাস্তা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা

জমা জলে দুর্ভোগ,খানা খন্দে ভরা রাস্তা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা

জমা জলে দুর্ভোগ,খানা খন্দে ভরা রাস্তা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জমা জলে দুর্ভোগ,খানা খন্দে ভরা রাস্তা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গ্রামীণ সড়ক বোঝা বড় দায়,পিচের চাদর উঠে বৃষ্টির জলে ভাসমান রাস্তা।হাঁটু সমান জল ভেঙে পারাপার স্থানীয় সহ নিত্যযাত্রীদের। এই দুর্ভোগের ছবি মালদা জেলা পরিষদের সভাধিপতির বাড়ির দুয়ারের ।রাস্তা সংস্কারের দাবি তুলে পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন এলাকাবাসী। মালদহের চাঁচলের খেজুরিয়া মোড় থেকে হাজাতপুর ভায়া হয়ে জগন্নাথপুর পর্যন্ত প্রায় ১৫ কিমি দৈর্ঘ্যের রাস্তা পাঁচটি পঞ্চায়েত এলাকার লক্ষাধিক মানুষের ভরসা।

 

সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে ঘোর বিপদের মুখোমুখি হচ্ছেন এলাকাবাসী সহ নিত্যযাত্রীরা।রাস্তার মাঝখানে তৈরী হয়েছে বিশালআকার গর্ত।পিচের চাদর উঠে বেরিয়ে এসছে কঙ্কালসার চেহারা।এককথায় রাস্তার রুপ নিয়েছে মারণ ফাঁদের।সেই ফাঁদে পা দিয়ে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। কখনও টোটো উল্টে কখন বাইক নিয়ন্ত্রণ হারিয়ে জখম হচ্ছেন চালক ও যাত্রীরা। ওই রুটের থাহাঘাটি গ্রামে ঢোকার আগে রাস্তায় তৈরী হয়েছে বিশালকার গর্ত।সেখানে সাঁতার কাটছে হাঁস।সেই ছবিও ধরা পড়েছে।ওই মারণফাঁদ দিয়ে থাহাঘাটি হাই মাদ্রাসায় যেতে পড়ুয়াদের ঝুঁকিপূর্ণ ভাবে যেতে হয়।

আরও পড়ুন – পার্থর প্রতি ক্ষোভ থাকলেও মমতায় বিশ্বাস সংখ্যালঘু তৃণমূল কর্মী সমর্থকদের

রাস্তার ধারে আদর্শপল্লীতে অবস্থান করছে মালদা জেলা পরিষদের সভাধিপতির বাড়িও।সেখানেও বৃষ্টির জল জমে একাকার।এলাকাবাসী জানান,বারো মাস থাহাঘাটির রাস্তায় জল জমে থাকে।এই রাস্তা দিয়ে যাতায়াত লক্ষাধিক মানুষের।রাস্তার অবস্থা এতই খারাপ,পিচের চাদর উঠে গিয়ে তৈরী হয়েছে বড় বড় গর্ত। রোজ ঘটছে দুর্ঘটনা। এপ্রসঙ্গে মালদা জেলাপরিষদের সভাধিপতি রফিকুল হোসেন আশ্বাস দিয়ে বলেন,কয়েকবছর হল রাস্তা নির্মাণ হয়েছে।কিন্ত রাস্তা দ্রুত ভেঙে চুরমার হয়েছে।ঠিকাদারকে চিঠি করা হয়েছে।পাশাপাশি রাস্তা সংস্কারের জন্য রাজ্যস্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। জমা জলে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top