জলপাইগুড়ি সফরে চন্দ্রিমা ভট্টাচার্য। জলপাইগুড়ি সফরে মহুয়া ।এদিন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি সভা অনুষ্ঠিত হলো ক্রন্তিতে। সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্যের অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে একহাত নিয়ে বলেন,বিজেপি বিভাজনেট রাজনীতি করছে। পাশাপাশি বিজেপির জন বিরোধী নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য নিয়ে সভায় উপস্থিত নেতা ও কর্মীদের রাজ্য সরকারের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অবগত করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষায় সমৃদ্ধ হচ্ছে বাংলার সন্তানরা। বাংলার মেয়েদের শিক্ষার ক্ষেত্রে সব রকম ভাবে সাহায্য করছে রাজ্য সরকার। স্বাস্থ্য সাথী কার্ডে মহিলাদের প্রাধান্য দিয়েছে রাজ্য সরকার। সব থেকে বড় কথা এই স্বাস্থ্য সাথী কার্ডের বিষয়টি নকল করে কেন্দ্র সরকার আয়ুস্মান ভারত নামে চালানোর চেষ্টা করছে।
২০১৬ সালে রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু হয়েছে কিন্তু আয়ুস্মান ভারত চালু হয়েছে ২০১৮ সালে। এদিন বিজেপির বিভাজন নীতি নিয়ে বলেন, রাজ্য সরকার কোনো বিভাজন চায় না। বিজেপি জাতিতে জাতিতে বিভাজন এবং বাংলা ভাগের চক্রান্ত করেছে।সেই বিষয়টি ও তুলে ধরেন তিনি।
আরও পড়ুন – আন্তরাজ্য চন্দন কাঠ পাচারকারী চক্রের হদিশ,গ্রেপ্তার ৪
এদিন সভা শেষে ক্রান্তির সভাস্থলের পাশেই ওয়েদুল আলম এবং বাপী মহন্তের বাড়ি গিয়ে জন সংযোগ ককর্মসূচী ও করেন মন্ত্রী। এদিনের সভায় চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যান দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক, জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, জেলা তৃণমূল মহিলা সভানেত্রী নূরজাহান বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় মহিলাদের উপচে পড়া ভিড় ছিলো।