আন্তরাজ্য চন্দন কাঠ পাচারকারী চক্রের হদিশ,গ্রেপ্তার ৪

আন্তরাজ্য চন্দন কাঠ পাচারকারী চক্রের হদিশ,গ্রেপ্তার ৪। পুরুলিয়া জেলা পুলিশের বড়সড় সাফল্য।এবার আন্তরাজ্য চন্দন কাঠ পাচারকারী চক্রের হদিশ পেল পুরুলিয়া জেলা পুলিশ।এর পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিস জানিয়েছে ,গত ১২ ও ১৩ ই অক্টোবর পর পর দুদিন পুরুলিয়া বন বিভাগের অন্তর্গত বাঘমুন্ডি রেঞ্জের বুড়দা বিট অফিস ও পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম থেকে কয়েক লক্ষ টাকার চন্দন গাছ চুরির ঘটনায় তদন্তে নেমে এই সাফল্য।

 

পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানালেন, ধৃতদের কাছ থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৮০ কেজি চন্দন কাঠ।ধৃতরা হলেন হাওড়ার সালকিয়ার সমীর নস্কর ও ওড়িশার খুড়দা এলাকার সন্তোষ কুমার সাউ, গণেশ বারিক ও অখিল বারিক। পুলিশ সুপার আরও জানান, ধৃতরা আন্তরাজ্য পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন।”

আরও পড়ুন – ‘মা’ ক্যান্টিনে পাঁচ টাকায় মাংস ভাত।

উল্লেখ্য, পুরুলিয়া জেলা পুলিশের বড়সড় সাফল্য।এবার আন্তরাজ্য চন্দন কাঠ পাচারকারী চক্রের হদিশ পেল পুরুলিয়া জেলা পুলিশ।এর পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিস জানিয়েছে ,গত ১২ ও ১৩ ই অক্টোবর পর পর দুদিন পুরুলিয়া বন বিভাগের অন্তর্গত বাঘমুন্ডি রেঞ্জের বুড়দা বিট অফিস ও পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম থেকে কয়েক লক্ষ টাকার চন্দন গাছ চুরির ঘটনায় তদন্তে নেমে এই সাফল্য।

 

পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানালেন, ধৃতদের কাছ থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৮০ কেজি চন্দন কাঠ।ধৃতরা হলেন হাওড়ার সালকিয়ার সমীর নস্কর ও ওড়িশার খুড়দা এলাকার সন্তোষ কুমার সাউ, গণেশ বারিক ও অখিল বারিক। পুলিশ সুপার আরও জানান, ধৃতরা আন্তরাজ্য পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন।”