জাল স্ট্যাম্প পেপার, জাল নথী উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য মেদিনীপুর কোট চত্বর! ধৃত ১! আর পাঁচটা অফিসিয়াল দিনের মতোই শুক্রবারও মেদিনীপুর আদালতে ছিল বিচার বিভাগীয় কাজকর্মের আশা সাধারণ মানুষের ভিড়। হঠাৎই ১১ টা নাগাদ খবর আছি প্রচুর জাল স্ট্যাম্প পেপার মেদিনীপুর আদালত এর মধ্য থেকে দেদার বিক্রি হচ্ছে। এই জাল নথী উদ্ধার করার অপরাধী এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ বিচারকের সই জাল করা হয়।
জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে মেদিনীপুর কোতোয়ালী থানায় এক ব্যাক্তি অভিযোগ দায়ের করে তাকে মেদিনীপুর আদালতের ফাস্টক্লাস ম্যাজিস্ট্রেটের ভুয়ো এপিডোপিড সার্টিফিকেট দেওয়া হয়। অভিযোগের গুরুত্ব বুঝে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। মেদিনীপুর আদালত চত্ত্বরে থাকা একটি জেরক্সের দোকানে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় সমস্ত ভুয়ো নথি। জাল নথি ঠিক কি কি কাজে ব্যাবহার করা হতো তদন্তে নেমে সেগুলোই খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর কোট চত্বরে।
আরও পড়ুন – পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, হুঁশিয়ারি দেবদাস মন্ডলের
উল্লেখ্য, আর পাঁচটা অফিসিয়াল দিনের মতোই শুক্রবারও মেদিনীপুর আদালতে ছিল বিচার বিভাগীয় কাজকর্মের আশা সাধারণ মানুষের ভিড়। হঠাৎই ১১ টা নাগাদ খবর আছি প্রচুর জাল স্ট্যাম্প পেপার মেদিনীপুর আদালত এর মধ্য থেকে দেদার বিক্রি হচ্ছে। এই জাল নথী উদ্ধার করার অপরাধী এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ বিচারকের সই জাল করা হয়।
জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে মেদিনীপুর কোতোয়ালী থানায় এক ব্যাক্তি অভিযোগ দায়ের করে তাকে মেদিনীপুর আদালতের ফাস্টক্লাস ম্যাজিস্ট্রেটের ভুয়ো এপিডোপিড সার্টিফিকেট দেওয়া হয়। অভিযোগের গুরুত্ব বুঝে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। মেদিনীপুর আদালত চত্ত্বরে থাকা একটি জেরক্সের দোকানে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় সমস্ত ভুয়ো নথি। জাল নথি ঠিক কি কি কাজে ব্যাবহার করা হতো তদন্তে নেমে সেগুলোই খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর কোট চত্বরে।