নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৪ ফেব্রুয়ারি, বীরভূমের সিউড়িতে স্বাস্থ্য দপ্তরের জায়গা দখল করে তৈরি হচ্ছিল হাউস ফর অল প্রকল্পে বাড়ি। এমনই তাজ্জব ঘটনা ঘটল বীরভূমের সিউড়িতে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে যে সমস্ত ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাগুলিতে তৈরি হচ্ছিল হাউস ফর অল প্রকল্পের বাড়ি। কিন্তু কিভাবে সম্ভব সরকারি জায়গায় হাউস ফর অল প্রকল্পের বাড়ি তৈরি। যে সমস্ত মানুষের কোন জায়গা নেই সেই সমস্ত মানুষকে পৌরসভার পক্ষ থেকে তৈরি করে দেয়া হচ্ছিল এই বাড়িগুলি। কিন্তু নিয়ম মোতাবেক এমনটা সম্ভব নয়। একথা জেলাশাসকের কানে যেতেই সরেজমিনে খতিয়ে দেখলেন SDO সদর রাজীব মন্ডল।
যেই সমস্ত বাড়ি স্বাস্থ্য দপ্তরের জায়গাতে তৈরি হচ্ছিল সমস্ত বাড়ি তৈরি বন্ধ করে দিলেন রাজীব মন্ডল। পাশাপাশি পৌরসভা কেউ বিষয়টি জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। যদিও পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী জানান বিষয়টি তার নজরে নেই, যদি এটা তিনি জানতেন তাহলে কখনই করতে দিতেন না।কিন্তু প্রশ্ন উঠছে যে সমস্ত মানুষের কোন জমি জায়গা নেই তাদের নামে সরকারি জায়গায় কিভাবে তৈরি হচ্ছে সরকারি প্রকল্পের বাড়ি ? বাড়ির দলিল না থাকা সত্বেও কিভাবে বাড়ি দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মানুষকে। একথা শুনে বিরোধীরা বলছে সমস্তটাই ভোটের রাজনীতি। দিন কয়েক পরেই পৌরসভার ভোট, আর সে কারণেই এভাবে অগণতান্ত্রিকভাবে বিভিন্ন কাজ করে চলেছে পৌরসভা।