ফালাকাটায় ডেঙ্গি মোকাবিলায় গাপ্পি মাছ ছাড়ল পুরসভা। ফালাকাটায় ডেঙ্গি ও ম্যালেরিয়া মোকাবিলায় এবার বিশেষ উদ্যোগ নিল পুরসভা। মশা নিধনের স্পে করার পাশাপাশি এবার মশার লার্ভাও নষ্ট করার কাজ শুরু করা হল। এজন্য বৃহস্পতিবার পুরসভার পক্ষ থেকে ৩৫ হাজার গাপ্পি মাছ ছাড়া হল।ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি এদিন পুরসভার পাশে নালার মধ্যে গাপ্পি মাছ ছেড়ে কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা করেন। ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি জানিয়েছেন, ফালাকাটায় ডেঙ্গি–ম্যালেরিয়া দমনে প্রথম থেকেই কাজ চলছে।
এলাকার জঞ্জালও পরিস্কার করা হচ্ছে। এদিন ১৮ টি ওয়ার্ডেই গাপ্পি মাছ ছাড়ার কাজ শুরু করা হয়েছে। এদিন স্বাস্থ্য দপ্তর,মৎস দপ্তরের আধিকারিক ও কাউন্সিলারদের উপস্থিতিতে গাপ্পি মাছ ছাড়ার সূচনা করা হয়।প্রায় ৩৫ হাজার গাপ্পি মাছ প্যাকেট করে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলারদের হাতে তুলে দেওয়া হয়। জানাগেছে, এদিন কাউন্সিলাররা ওই গাপ্পি মাছ নিয়ে নিজেদের এলাকায় ছেড়ে দেন।এলাকার খাল,বিল,ডোবা,পুকুর, ড্রেনে ওই গাপ্পি মাছ ছাড়া হয়।
আরও পড়ুন – ইডি র দিনভর তল্লাশি জেলার বিভিন্ন প্রান্তে, রাজনৈতিক ব্যাক্তি থেকে ব্যবসায়ী
উল্লেখ্য, ফালাকাটায় ডেঙ্গি ও ম্যালেরিয়া মোকাবিলায় এবার বিশেষ উদ্যোগ নিল পুরসভা। মশা নিধনের স্পে করার পাশাপাশি এবার মশার লার্ভাও নষ্ট করার কাজ শুরু করা হল। এজন্য বৃহস্পতিবার পুরসভার পক্ষ থেকে ৩৫ হাজার গাপ্পি মাছ ছাড়া হল।ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি এদিন পুরসভার পাশে নালার মধ্যে গাপ্পি মাছ ছেড়ে কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা করেন। ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি জানিয়েছেন, ফালাকাটায় ডেঙ্গি–ম্যালেরিয়া দমনে প্রথম থেকেই কাজ চলছে।
এলাকার জঞ্জালও পরিস্কার করা হচ্ছে। এদিন ১৮ টি ওয়ার্ডেই গাপ্পি মাছ ছাড়ার কাজ শুরু করা হয়েছে। এদিন স্বাস্থ্য দপ্তর,মৎস দপ্তরের আধিকারিক ও কাউন্সিলারদের উপস্থিতিতে গাপ্পি মাছ ছাড়ার সূচনা করা হয়। প্রায় ৩৫ হাজার গাপ্পি মাছ প্যাকেট করে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলারদের হাতে তুলে দেওয়া হয়। জানাগেছে, এদিন কাউন্সিলাররা ওই গাপ্পি মাছ নিয়ে নিজেদের এলাকায় ছেড়ে দেন। এলাকার খাল,বিল,ডোবা,পুকুর, ড্রেনে ওই গাপ্পি মাছ ছাড়া হয়।