খড়গপুর বিদ্যাসাগর শিল্প তালুকে তৈরি হবে সাইকেল কারখানা ঘোষণা মুখ্যমন্ত্রীর

খড়গপুর বিদ্যাসাগর শিল্প তালুকে তৈরি হবে সাইকেল কারখানা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খড়গপুর বিদ্যাসাগর শিল্প তালুকে তৈরি হবে সাইকেল কারখানা ঘোষণা মুখ্যমন্ত্রীর । মঙ্গলবার মেদিনীপুর শহরে জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি হলে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রশাসনিক বৈঠকের বিভিন্ন দপ্তরের সচিব থেকে আধিকারিকরা যেমন উপস্থিত ছিলেন।

 

সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া, রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা, সাংসদ অপরুপা পোদ্দার ,বিধায়ক দিনেন রায়, অজিত মাইতি,বিক্রম প্রধান সহ আরো অনেকে। প্রশাসনিক বৈঠকে খড়গপুর বিদ্যাসাগর শিল্প তালুকে সাইকেল কারখানা তৈরি হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

প্রস্তাবিত ওই সাইকেল কারখানায় প্রায় 5 হাজার মানুষ এর কর্মসংস্থান হবে। সারা দেশের মধ্যে সাইকেল ব্যবহারের ক্ষেত্রে বাংলা প্রথম হয়েছে। তাই সাইকেল কারখানা তৈরি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যেখানে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে তিনি জানান। ওই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পপতি অজয় ঘোষ ,নারায়ন আগরওয়াল, সুবীর ঘোষ , অনিল আগরওয়াল, জে বাডিয়া । তারা মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন যে তারা খড়গপুর বিদ্যাসাগর শিল্প তালুকে সাইকেল কারখানা তৈরি করবেন ।

 

তাদেরকে সাইকেল কারখানা তৈরি করার জন্য বিদ্যাসাগর শিল্প তালুকে জায়গা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। সেই সঙ্গে সাইকেল কারখানা তৈরি করার জন্য শিল্পপতিদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেন। সাইকেল কারখানা তৈরি করা প্রসঙ্গে শিল্পপতিরা তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী কে বিস্তারিতভাবে জানান। শিল্পপতিদের বক্তব্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান ।

আরও পড়ুন – পূর্ব নির্ধারিত সূচি মেনেই বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের দেশে মোদী!

খুব শীঘ্রই সাইকেল তৈরির কাজ শুরু করা হবে বলে শিল্পপতিরা জানান। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় খড়্গপুরে সাইকেল কারখানা তৈরি করার কথা ঘোষণা করায় খুশী সর্বস্তরের মানুষ। সাইকেল তৈরির কারখানা খড়গপুরে হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করায় মুখ্যমন্ত্রী কে স্বাগত জানিয়েছেন খড়গপুর ও মেদিনীপুর শহরের বাসিন্দাদের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার সর্বস্তরের মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top