ভোটের পর একবারও দেখা মেলেনি নুসরতের, বসিরহাট সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী

ভোটের পর একবারও দেখা মেলেনি নুসরতের, বসিরহাট সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। বসিরহাটের সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে যে পোস্টার পড়েছিল তার লেখাটা একেবারেই সঠিক। এবার এমনই দাবি জানালেন এলাকাবাসী থেকে শুরু করে তৃণমূল কর্মীদের একাংশ। আর তার কারণ হলো ভোটের পর একবারও চাঁপাতলা পঞ্চায়েত এলাকায় দেখা মেলেনি বসিরহাটের সাংসদের। এলাকাবাসী থেকে দলীয় কর্মীদের এই অভিযোগ স্বীকারও করে নিয়েছেন তৃণমূল পরিচালিত চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী। যদিও এলাকায় দলীয় সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলি ছিঁড়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি।

 

তবে পোস্টারগুলি দলীয় কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন চাঁপাতলা পঞ্চায়েতের প্রধান। এ প্রসঙ্গে তিনি বলেন, , “নুসরত বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এলাকায় থাকতে পারছেন না। এর জন্য কর্মীদের মনে ক্ষোভ থাকতেই পারে।” তবে শুধু দলীয় কর্মীরাই নয়, বরং এলাকার মেয়ে, বউ থেকে ছেলে-যুব সকলেই সাংসদ নুসরত জাহানকে দেখা যায় না বলে অভিযোগ তুলেছেন। তৃণমূল কর্মী আবুল কালাম থেকে স্থানীয় বাসিন্দা সামশুনা খাতুন, সামশুর নাহার বিবিরা জানান, নুসরত জাহান নিখোঁজ বলে পোস্টার পড়েছে। যারা পোস্টার দিয়েছে ঠিক করেছে। ভোট দেওয়ার পর থেকে তাঁকে একবারও দেখতে পাইনি।
অন্যদিকে, এ বিষয় নিয়ে তীব্র কটাক্ষ করেছেন এলাকার বাম ও বিজেপি নেতৃত্বরা। তাদের মতে, নুসরতের পোস্টার পড়ার বিষয় একটুও অবাক করেনি তাদের।

আরও পড়ুন – পূর্ব নির্ধারিত সূচি মেনেই বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের দেশে মোদী!

উল্লেখ্য, বসিরহাটের সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে যে পোস্টার পড়েছিল তার লেখাটা একেবারেই সঠিক। এবার এমনই দাবি জানালেন এলাকাবাসী থেকে শুরু করে তৃণমূল কর্মীদের একাংশ। আর তার কারণ হলো ভোটের পর একবারও চাঁপাতলা পঞ্চায়েত এলাকায় দেখা মেলেনি বসিরহাটের সাংসদের। এলাকাবাসী থেকে দলীয় কর্মীদের এই অভিযোগ স্বীকারও করে নিয়েছেন তৃণমূল পরিচালিত চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী। যদিও এলাকায় দলীয় সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলি ছিঁড়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। তবে পোস্টারগুলি দলীয় কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন চাঁপাতলা পঞ্চায়েতের প্রধান।

 

এ প্রসঙ্গে তিনি বলেন, , “নুসরত বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এলাকায় থাকতে পারছেন না। এর জন্য কর্মীদের মনে ক্ষোভ থাকতেই পারে।” তবে শুধু দলীয় কর্মীরাই নয়, বরং এলাকার মেয়ে, বউ থেকে ছেলে-যুব সকলেই সাংসদ নুসরত জাহানকে দেখা যায় না বলে অভিযোগ তুলেছেন। তৃণমূল কর্মী আবুল কালাম থেকে স্থানীয় বাসিন্দা সামশুনা খাতুন, সামশুর নাহার বিবিরা জানান, নুসরত জাহান নিখোঁজ বলে পোস্টার পড়েছে। যারা পোস্টার দিয়েছে ঠিক করেছে। ভোট দেওয়ার পর থেকে তাঁকে একবারও দেখতে পাইনি।
অন্যদিকে, এ বিষয় নিয়ে তীব্র কটাক্ষ করেছেন এলাকার বাম ও বিজেপি নেতৃত্বরা। তাদের মতে, নুসরতের পোস্টার পড়ার বিষয় একটুও অবাক করেনি তাদের।