থার্মোকলের অভাবে বিপাকে মন্ডপ সজ্জার শিল্পীরা। শহর থেকে মফস্বল সর্বত্রই পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে। নানান সাজে সেজে উঠছে প্রতিমা থেকে মণ্ডপ সবকিছুই। এবার থার্মোকলের পরিবর্তে মালদহ জেলায় মন্ডপ সাজে ব্যবহৃত হচ্ছে স্পঞ্জ। সরকারি ভাবে নিষিদ্ধ থার্মোকল। তাই বিকল্প হিসেবে এবার মন্ডপ সজ্জার জন্য স্পঞ্জ কেটে বিভিন্ন নকশা তৈরি হচ্ছে। অন্য কোনও বিকল্প না থাকায় বাধ্য হয়েই এই স্পঞ্জ দিয়ে মন্ডপ সজ্জার বিভিন্ন নকশা তৈরি করছেন শিল্পীরা। জানা গিয়েছে, থার্মোকলের তুলনায় এই স্পঞ্জ দিয়ে কাজ করতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের। কাজের মসৃণতা আসছে না, থার্মোকলের নকশার মতো ফিনিশিং করতে পারছেন না তাঁরা।
স্পঞ্জের তৈরি নকশা দেখতেও সুন্দর হচ্ছে না। তবুও বাধ্য হয়েই এই কাজ করতে হচ্ছে তাঁদের। কারণ, বিকল্প হিসেবে আর অন্য কোনও সামগ্রী নেই। প্রথমদিকে সোলা দিয়েই সমস্ত কিছু কাজ হতো। তবে সময়ের পরিবর্তনে সোলা পর্যাপ্ত মিলছে না। তাই প্রতিমার সাজ থেকে মন্ডপ তৈরির বিকল্প বিভিন্ন সামগ্রী বাজারে এসেছে। থার্মোকলের তুলনায় এই স্পঞ্জ এর দাম বেশি। স্পঞ্জ কেটে নকশাও সহজে করা যাচ্ছে না। স্পঞ্জে নকশা তৈরি করতে অনেক সময় সাপেক্ষ। থার্মোকলের নকশা তৈরি করতে খুব অল্প সময় লাগতো শিল্পীদের। কিন্তু স্পঞ্জে অনেক সময় লেগে যাচ্ছে। এতে লাভের পরিমাণও কম।
আরও পড়ুন – ট্রেনে কাটা পরে দুই ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া ধুম ডাঙ্গী এলাকায়
উল্লেখ্য, থার্মোকল নিষিদ্ধ থাকায় বিপাকে মন্ডপ সজ্জার শিল্পীরা। শহর থেকে মফস্বল সর্বত্রই পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে। নানান সাজে সেজে উঠছে প্রতিমা থেকে মণ্ডপ সবকিছুই। এবার থার্মোকলের পরিবর্তে মালদহ জেলায় মন্ডপ সাজে ব্যবহৃত হচ্ছে স্পঞ্জ। সরকারি ভাবে নিষিদ্ধ থার্মোকল। তাই বিকল্প হিসেবে এবার মন্ডপ সজ্জার জন্য স্পঞ্জ কেটে বিভিন্ন নকশা তৈরি হচ্ছে। অন্য কোনও বিকল্প না থাকায় বাধ্য হয়েই এই স্পঞ্জ দিয়ে মন্ডপ সজ্জার বিভিন্ন নকশা তৈরি করছেন শিল্পীরা। জানা গিয়েছে, থার্মোকলের তুলনায় এই স্পঞ্জ দিয়ে কাজ করতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের। কাজের মসৃণতা আসছে না, থার্মোকলের নকশার মতো ফিনিশিং করতে পারছেন না তাঁরা।