নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২১ শে সেপ্টেম্বরঃ দক্ষিণদারী রেল লাইনে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত এক। ২ ঘন্টা ব্যাহত ১৭/৫ নম্বর রেল লাইনের রেল চলাচল। আজ সকাল ৮:৩৫ মিনিটের কৃষ্ণনগর লোকাল কলকাতা স্টেশন থেকে দমদম যাওয়ার সময় দক্ষিণদারি এলাকার কাছে এক ব্যক্তি ফোনে কথা বলতে বলতে রেল লাইন দিয়ে হাঁটছিলেন। সেই সময় ট্রেনটি তাকে ধাক্কা মারে বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ৪৫ এর গৌতম হালদারের। ২ ঘন্টা বন্ধ রাখা হয় ওই লাইনের রেল চলাচল। দেহটি চিতপুর জিআরপি উদ্ধার করে আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকার পৌরপিতা টিঙ্কু ভার্মার দাবি জনবসতি পাশে থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকা বাসী। রেল কর্তৃপক্ষ এর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে হবে বলেও জানান তিনি।
দক্ষিণদারী রেললাইনে দুর্ঘটনা, মৃত এক
দক্ষিণদারী রেললাইনে দুর্ঘটনা, মৃত এক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram