নিয়ন্ত্রণরেখার কাছেই বায়ুসেনা ঘাঁটি বানাচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক : ফের যুদ্ধের সম্ভবনা উসকে শ্রীনগর থেকে মাত্র১৫০ কিমিও দূরে পাক অধিকৃত কাশ্মীরের খাইবার পাখতুনখোয়ায় বিমানঘাঁটি গড়ার পরিকল্পনা পাকিস্তানের। জানা গিয়েছে, বিমানঘাঁটি তৈরির জন্য মোট ১৬০ কোটি পাকিস্তানি টাকা বরাদ্দ করেছে পাক সরকার। নিয়ন্ত্রণরেখার এত কাছে পাক বিমানঘাঁটি হওয়ায় তা ভারতীয় যুদ্ধবিমানের নিশানাতেও থাকবে। ভারতীয় সেনা সূত্রে খবর, ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিমি পর্যন্ত। ফলে পাক বিমানঘাঁটি সবসময় ভারতীয় মিসাইলের আওতায় থাকছে। আবার, কয়েক মিনিটের দূরত্ব অতিক্রম করে সেখানে চাইলেই হানা দিতে পারবে বায়ুসেনার যুদ্ধবিমানও।