জোর করে জমি দখলের অভিযোগ কয়েকজন দুষ্কৃতিদের বিরুদ্ধে

জোর করে জমি দখলের অভিযোগ কয়েকজন দুষ্কৃতিদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দখলের

জোর করে জমি দখলের অভিযোগ কয়েকজন দুষ্কৃতিদের বিরুদ্ধে । বাধা দিতে গেলে হুমকির মুখে তৃণমূল পঞ্চায়েত সদস্যা । ফের জমি দখলের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে , ঘটনাটি ঘটে নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলায়।

 

স্থানীয় সূত্রে জানা যায় আজ থেকে প্রায় ১৫ বছর আগে ঐ জমিতে বসবাস করতে এক বৃদ্ধ ,তারপরই তার মৃত্যু হলে জমিটি ফাঁকা পরে থাকে সেই অবস্থায় ঐ এলাকারই বাচ্চারা খেলা করে ঐ জমিতে । হঠাৎই ঐ এলাকার কয়েকজন দুষ্কৃতি (নির্মল বসাক ও সুশান্ত বিশ্বাস ) জমিটি দখল করতে যান , সেই সময় ঐ এলাকার বাসিন্দারা বাঁধা দিতে আসলে বচসা শুরু হয় তাদের মধ্যে ,পরে ঐ এলাকার পঙ্চায়েত সদস্যাকে ঘটনাস্থলে ডাকলে পঙ্চায়েত সদস্যা এবং দুষ্কৃতিদের মধ্যে বচসা শুরু হয় ,হুমকি দেওয়া হয় পঙ্চায়েত সদস্যাকে এমনটাই অভিযোগ ঐ সদস্যার।

 

পরে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করে সদস্যা ।তার পরে কয়েক মাস কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি পুলিশ প্রশাসন । যার কারনেই প্রায় দিনই ঐ দুষ্কৃতিরা জমিটি দখল করার জন্য হামলা চালায় । পুলিশ কে জানালেও কোনো সুরাহা হয়না বলে অভিযোগ গ্রামবাসীদের , তারা জানান নকল দলিল বের করে ঐ দুষ্কৃতিরা এই জমিটি দখল করতে চায় ।

 

আর ও পড়ুন   লেকটাউন তেতুল তলা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার দুষ্কৃতী

 

উল্লেখ্য, জোর করে জমি দখলের অভিযোগ কয়েকজন দুষ্কৃতিদের বিরুদ্ধে । বাধা দিতে গেলে হুমকির মুখে তৃণমূল পঞ্চায়েত সদস্যা । ফের জমি দখলের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে , ঘটনাটি ঘটে নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলায়।

 

স্থানীয় সূত্রে জানা যায় আজ থেকে প্রায় ১৫ বছর আগে ঐ জমিতে বসবাস করতে এক বৃদ্ধ ,তারপরই তার মৃত্যু হলে জমিটি ফাঁকা পরে থাকে সেই অবস্থায় ঐ এলাকারই বাচ্চারা খেলা করে ঐ জমিতে । হঠাৎই ঐ এলাকার কয়েকজন দুষ্কৃতি (নির্মল বসাক ও সুশান্ত বিশ্বাস ) জমিটি দখল করতে যান , সেই সময় ঐ এলাকার বাসিন্দারা বাঁধা দিতে আসলে বচসা শুরু হয় তাদের মধ্যে ,পরে ঐ এলাকার পঙ্চায়েত সদস্যাকে ঘটনাস্থলে ডাকলে পঙ্চায়েত সদস্যা এবং দুষ্কৃতিদের মধ্যে বচসা শুরু হয় ,হুমকি দেওয়া হয় পঙ্চায়েত সদস্যাকে এমনটাই অভিযোগ ঐ সদস্যার।

 

পরে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করে সদস্যা ।তার পরে কয়েক মাস কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি পুলিশ প্রশাসন । যার কারনেই প্রায় দিনই ঐ দুষ্কৃতিরা জমিটি দখল করার জন্য হামলা চালায় । পুলিশ কে জানালেও কোনো সুরাহা হয়না বলে অভিযোগ গ্রামবাসীদের , তারা জানান নকল দলিল বের করে ঐ দুষ্কৃতিরা এই জমিটি দখল করতে চায় ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top