দুই দেশের সংস্কৃতি পরিষদ গঠন। বাংলাদেশের সাংস্কৃতিক মনোভাবাপন্ন বহু ব্যক্তি ভারতে বিশেষত পশ্চিমবাংলায় আসেন। আবার এই বাংলার বহু মানুষজন বাংলাদেশে যান। তাঁদের কেউ আসেন পড়তে, কেউ কবিতা পাঠ করতে, কেউ গবেষণার জন্য, কেউ কেউ বিভিন্ন উৎসবে যোগদান করতে। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন উভয় দেশের মানুষজন। এভাবেই তাঁরা দীর্ঘদিন নিজেদের মতবিনিময় করে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে দৃঢ করার চেষ্টা করে চলেছেন।
এবার দুই দেশের সেইরকম সাংস্কৃতিক মনস্ক বিশিষ্টজনদের নিয়ে গঠিত হলো ভারত বাংলাদেশ সংস্কৃতি পরিষদ। সম্প্রতি পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরে দুই দেশের বিশিষ্ট ব্যক্তিগণের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড. মধুপ দে। তাঁকে সভাপতি করে একটি এডহক আন্তর্জাতিক কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন – মহার্ঘ্যভাতা অবিলম্বে প্রদানের দাবি তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে অভিযান
কার্যকরী সভাপতি হয়েছেন বাংলাদেশের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ড. আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক হয়েছেন ভারত থেকে গবেষক ও লেখক অতনু মিত্র ও বাংলাদেশ থেকে গবেষক মহ আব্দুল্লাহ আল-হেলাল, কোষাধ্যক্ষ হয়েছেন শিক্ষক অমিত কুমার সাহু।
এদিনের সভায় এঁরা বাদেও উপস্থিত ছিলেন পুরাতত্ত্ববিদ মহম্মদ ইয়াসিন পাঠান, প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, অধ্যাপক ড.সুশান্ত দে, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, চিত্রশিল্পী শিক্ষক নরসিংহ দাস, সমাজসেবী শিক্ষক মণিকাঞ্চন রায়, সমাজসেবী শিক্ষক বিশ্বজিৎ সাউ প্রমুখ। মূলত দুই দেশের লেখক, গবেষক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ সাংস্কৃতিক মনোভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে সুস্থ সংস্কৃতির আদান-প্রদান, মত বিনিময় করে উভয় দেশের সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও দূঢ করতেই দুই দেশের সাংস্কৃতিক মনোভাবাপন্ন ব্যক্তিদের নিয়ে এই আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা হল পরিষদের অন্যতম যুগ্ম সম্পাদক অতনু মিত্র জানিয়েছেন। সংস্কৃতি পরিষদ