দুই ভাইকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। গাছ কাটা নিয়ে অশান্তির জেরে দুই ভাইকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি মালদহের মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের বেড়া কাটা গ্রামের। আক্রান্তরা চিকিত্সাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম সাফিকুল শেখ(৩৫ ও তার ভাই ইব্রাহিম শেখ(৩০)। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশেই আম গাছ রয়েছে ইব্রাহিমদের। সকালে সেই গাছ কাটতে যায় অভিযুক্ত মাহানুর শেখ, শেখ সালেম সহ বেশ কয়েকজন। প্রতিবাদ করতে গেলেই দুই ভাইকে প্রথমে বেধড়ক মারধর করা হয়। বাধা দিতে গেলেই ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ।
তাদের চিত্কারে প্রতিবেশীরা ছুটে আসলে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে
করে প্রথমে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দুইজনকে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রয়েছেন দুইজন। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
আরও পড়ুন – কর্মীদের চাঙ্গা করতে মাঠে উদয়ন
উল্লেখ্য, গাছ কাটা নিয়ে অশান্তির জেরে দুই ভাইকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি মালদহের মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের বেড়া কাটা গ্রামের। আক্রান্তরা চিকিত্সাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম সাফিকুল শেখ(৩৫ ও তার ভাই ইব্রাহিম শেখ(৩০)।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশেই আম গাছ রয়েছে ইব্রাহিমদের। সকালে সেই গাছ কাটতে যায় অভিযুক্ত মাহানুর শেখ, শেখ সালেম সহ বেশ কয়েকজন। প্রতিবাদ করতে গেলেই দুই ভাইকে প্রথমে বেধড়ক মারধর করা হয়। বাধা দিতে গেলেই ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। তাদের চিত্কারে প্রতিবেশীরা ছুটে আসলে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে করে প্রথমে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দুইজনকে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রয়েছেন দুইজন। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।