নিউ দিল্লী :- ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ন’লাখ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৯৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।আক্রান্তের সঙ্গে সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১০ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। এ নিয়ে দেশে মোট ২৩ হাজার ৭২৭ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। তালিকার প্রথম স্থানে মহারাষ্ট্র, সেখানে মারা গিয়েছেন ১০ হাজার ৪৮২ জন।দ্বিতীয় নাম দিল্লি, সেখানে সংখ্যা তিন হাজার ৪১১ জনের।দেশের প্রায় সব রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে মৃত্যু সংখ্যা। এর মধ্যে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত দেশে সাড়ে পাঁচ লক্ষের বেশি মানুষ সুস্থ হয়েছেন। অর্থাৎ মোট আক্রান্তের ৬৩ শতাংশই সুস্থ হয়ে উঠছেন।