শালবনীতে চাঞ্চল্য, ইউবিআই ব্যাঙ্কের ম্যানেজার করোনায় আক্রান্ত হওয়ায় ব্যাঙ্ক বন্ধ।

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর, ১৩ই জুলাই :- সপ্তাহের প্রথম দিন ঘড়ির কাঁটায় সকাল সাড়ে দশটা পেরিয়ে গেলেও সবচেয়ে বেশি গ্রাহক থাকা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দরজা না খোলায় চাঞ্চল্যের সৃষ্টি হলো শালবনী বাজারে। তারপরেই কর্মরত সিভিক ভলেন্টিয়াররা উপস্থিত গ্রাহকদের জানালেন গত শুক্রবার রাঁচিতে বাড়ি গিয়ে এই সরকারি ব্যাঙ্কের ম্যানেজার জানতে পেরেছেন তিনি করোনা পজিটিভ। তাই সতর্কতা মূলক ব্যাবস্থা হিসাবে ব্যাঙ্ক বন্ধ রাখা হয়েছে।তবে এ সংক্রান্ত কোনো নোটিশ বা পূর্ব ঘোষণা না থাকায় নাজেহাল গ্রাহকেরা। অন্যদিকে ব্যাঙ্কের ম্যানেজার শালবনী দূর্গামন্দিরে ভাড়া থাকতেন এবং মাসের প্রথম দশ দিন এই শাখায় গ্রাহকদের প্রচুর ভীড় থাকায় ব্যাঙ্ক কর্মচারী সহ সাধারণ মানুষ কতজন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংযোগে এসেছেন সেই নিয়ে চিন্তিত গ্রাহক সহ ওয়াকিবহাল মহল। অন্যদিকে শালবনীতে পাঁচটি এটিএম থাকলেও কোনো এটিএম কাজ না করায় ও এই শাখাটি পুনরায় কবে কাজ শুরু করবে সে সম্পর্কে কোনো বিজ্ঞপ্তি না থাকায় ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে চিন্তিত সাধারণ গ্রাহকরা