নারী নির্যাতন বন্ধের বার্তা দিতে ভারত ভ্রমন পূর্বস্থলীর শিক্ষিকার। ‘নারী নির্যাতন বন্ধ হোক’ -এই বার্তা নিয়ে নিজের গাঁটের কড়ি খরচ করে নিজেই একা গাড়ি চালিয়ে ভারতবর্ষের নানান রাজ্য ঘুরে প্রচার চালিয়ে বাড়ি ফিরলেন পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্বস্থলী ১ ব্লকের রাজাপুর এলাকার বাসিন্দা তথা কালনার বাঘনাপাড়া বালিকা বিদ্যালয়ের শারীর শিক্ষার শিক্ষিকা সুতপা দাস। সুতপার এই কাজে গর্বিত তার স্কুলের সহকর্মী, ছাত্রীরা সহ জেলার মানুষ। বহুদিন ধরেই ভ্রমণের নেশা কালনার পূর্বস্থলীর সুতপা দেবীর।
তখনই তার মাথায় আসে ভ্রমণের পাশাপাশি সমাজের জন্য একটি বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে দিলে তা সমাজের কাজে আসে। আর সেই ভাবনা থেকেই সোনালি চতুর্ভুজ রোড ট্রিপে বেরিয়ে ‘নারী নির্যাতন বন্ধ হোক’ এই বার্তা নিয়ে ভারতবর্ষের ষোলোটি রাজ্য ঘুরে প্রচার চালালেন তিনি। যার মধ্যে রয়েছে পণ প্রথা, বাল্যবিবাহ, নারী পুরুষ বৈষম্য বন্ধ করার আবেদন।
আরও পড়ুন – মহার্ঘ্যভাতা অবিলম্বে প্রদানের দাবি তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে অভিযান
গত ৩০ শে সেপ্টেম্বর তিনি পুজোর ছুটিতে নিজের চার চাকার গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোন। এর পরই ভারতবর্ষের চারটি মেট্রোপলিটন সিটি সহ মোট ১৬টি রাজ্যে তিনি নারী নির্যাতন বন্ধ হোক এই প্রচার চালান। এরপর বাড়ি ফিরে আসেন সুতপা দেবী। তিনি জানান, সমাজের একটি মানুষের কাছে অন্তত তার এই বার্তা যদি তার মনে দাগ কাটতে পারে তাহলেই আমার প্রয়াস স্বার্থক হবে। আগামী দিনে লাদাখ, কাশ্মীর এবং কন্যাকুমারী রোড ট্রিপে গিয়ে তিনি একটি সমাজ সচেতনতামূলক বার্তা দেবেন বলেও এদিন জানিয়েছেন সুতপা দাস।