নিরাপদেই আলিপুরদুয়ারের তিন অমরনাথ যাত্রী । অবশেষে উদ্বেগ কাটল পরিবারের। নিরাপদেই আছেন আলিপুরদুয়ার থেকে অমরনাথ যাত্রায় যাওয়া তিন বন্ধু সজল সাহা, সঞ্জীব কুন্ডু ও ঈশ্বর গোয়েল। অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে ধ্বসে তীর্থযাত্রীদের মৃত্যু ও নিখোঁজের খবরে দুশ্চিন্তার মেঘ জম ছিল আলিপুরদুয়ারের ওই তিনটি পরিবারে। অবশেষে অনেক চেষ্টার পর শনিবার সকালে তাদের সঙ্গে যোগাযোগ হয় পরিবারের লোকেদের।কেটে যায় আশঙ্কার মেঘ। স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিবারের লোকেরা।
ঘটনার পর থেকেই ওই তিনজনের সঙ্গে যোগাযোগ ছিলনা পরিবারের। টিভির পর্দায় ঘটনার ভয়াবহতা দেখে প্রবল উৎকণ্ঠায় কাটছিল পরিবারগুলির। শনিবার সকালে জানা যায় তিনজনই নিরাপদে আছেন। তাদের সেনাবাহিনী কপ্টার উদ্ধার করে নিরাপদে বেস ক্যাম্পে নিয়ে গেছেন। ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ারে সজল বাবুর বাড়িতে খোঁজখবর নিতে এসেছিলেন আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দেবনাথ।তিনি পরিবারের সঙ্গে কথা বলেন।পাশে থাকার বার্তা দেন। পরিবার সূত্রের খবর খুব শিগগিরই বাড়িতে ফিরবেন তিন অমরনাথ যাত্রী।
আরও পড়ুন – গরুকে FMD ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারের
উল্লেখ্য, অবশেষে উদ্বেগ কাটল পরিবারের। নিরাপদেই আছেন আলিপুরদুয়ার থেকে অমরনাথ যাত্রায় যাওয়া তিন বন্ধু সজল সাহা, সঞ্জীব কুন্ডু ও ঈশ্বর গোয়েল। অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে ধ্বসে তীর্থযাত্রীদের মৃত্যু ও নিখোঁজের খবরে দুশ্চিন্তার মেঘ জম ছিল আলিপুরদুয়ারের ওই তিনটি পরিবারে। অবশেষে অনেক চেষ্টার পর শনিবার সকালে তাদের সঙ্গে যোগাযোগ হয় পরিবারের লোকেদের।কেটে যায় আশঙ্কার মেঘ। স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিবারের লোকেরা।
ঘটনার পর থেকেই ওই তিনজনের সঙ্গে যোগাযোগ ছিলনা পরিবারের। টিভির পর্দায় ঘটনার ভয়াবহতা দেখে প্রবল উৎকণ্ঠায় কাটছিল পরিবারগুলির। শনিবার সকালে জানা যায় তিনজনই নিরাপদে আছেন। তাদের সেনাবাহিনী কপ্টার উদ্ধার করে নিরাপদে বেস ক্যাম্পে নিয়ে গেছেন। ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ারে সজল বাবুর বাড়িতে খোঁজখবর নিতে এসেছিলেন আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দেবনাথ।তিনি পরিবারের সঙ্গে কথা বলেন।পাশে থাকার বার্তা দেন। পরিবার সূত্রের খবর খুব শিগগিরই বাড়িতে ফিরবেন তিন অমরনাথ যাত্রী।



















