নেই শিক্ষক! আছে, অগণিত ছাত্রছাত্রী! বড়ঞায় শিক্ষকের অভাবে বন্ধের পথে আরো একটি স্কুল। সোমবার এই অভিযোগ ই স্কুলের সামনে বিক্ষোভ দেখালো অভিভাবক থেকে গ্রামবাসীরা। অভিযোগ, মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের চৌতপুর জুনিয়র হাই স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ২০০র উপরে থাকলেও শিক্ষকের সংখ্যা একজন,তাই কার্যত শিক্ষকের অভাবে বন্ধের পথে ওই স্কুলের পড়াশুনো।
অভিভাবকরা জানান, গ্রামের বহুদিনের এই স্কুলটি একমাত্র ভরসা গ্রামবাসীর তবে বিগত বেশ কয়েক বছর ধরে একজন একজন করে শিক্ষক স্কুলটি ছেড়ে চলে গেছেন একাধিক অজুহাত দেখিয়ে আর এবারে রয়ে গেছে মাত্র একজন শিক্ষক তবে বর্তমানে তিনিও স্কুল ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, তাই ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের অন্য স্কুলে স্থানান্তরিত করে স্কুলটি বন্ধ করার পরিকল্পনা করার অভিযোগ স্কুল মহলের বিরুদ্ধে সোমবার গ্রামবাসী ও অভিভাবকরা এক হয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়ে জানান অবিলম্বে স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে নয়তো ওই গ্রাম সহ আশেপাশে গ্রামের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা অবস্থা বড়ই সংকটজনক হয়ে পড়বে যদিও সমস্যার কথা জানিয়ে উপোর মহলকে চিঠি করেছেন বর্তমান প্রধান শিক্ষক বলেও দাবি করে তিনি জানান তার দ্বারা একা কোনোভাবেই এভাবে স্কুল চালানো সম্ভব নয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতক্ষণ ওই স্কুলে কোন শিক্ষক নিয়োগের ভাবনা না।
আরও পড়ুন – সামাজিক বয়কটের অভিযোগের পর মকরামপুরে সরকারি সুবিধা প্রদানের ক্যাম্প পরিদর্শনে জেলাশাসক
না নিচ্ছে ততক্ষণ অব্দি স্কুলের পরিকাঠামো পরিবর্তন করা অসম্ভব প্রায় যদিও পুরো ঘটনা নিয়ে বড়ঞা বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জানান বর্তমান পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে রেখে দিয়েছেন তাই এমন অবস্থা রাজ্যের একাধিক স্কুলেই তবে এই স্কুলটি যাতে চালানোর ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে স্কুল শিক্ষা মহলে কথা বলবেন তারপর সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা