সুন্দরবনের পরিত্যক্ত চেম্বার থেকে বিষধর জোড়া পদ্মগৌর উদ্ধার।। বসিরহাটের জেলার সন্দেশখালি ১ নম্বর ব্লকের ডাসা নদীর পাড়ে খুঁটি ঘাটের পাশে জনৈক মধু সরকারের পরিত্যক্ত চেম্বারে আজ সকাল বেলায় দেখে দুটি বিষধর পদ্মগৌর। প্রাথমিক অনুমান পাশেই সুন্দরবনের ডোলখালির জঙ্গল, সেখান থেকে বেরিয়ে লোকলায় আশ্রয় নিয়েছিল এই সাপ। একদিকে খাবারের সন্ধান অন্যদিকে নদী পেরিয়ে লোকালয়ে আশ্রয় নিয়েছিল এমনটা মনে করছে বনদপ্তর।
গ্রামবাসীরা বনদপ্তরকে খবর দিলে, মিনাখার বনদপ্তর গিয়ে সাপ দুটিকে উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা করে তারপর আবার জঙ্গলে ছেড়ে দেবে বলে জানিয়েছেন বনদপ্তর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামবাসীরা চার ঘন্টা চেস্টায় সাপ দুটোকেই যখন উদ্ধার করতে পারছিল না তখন বনদপ্তরকে খবর দেয়। ঘটনাস্থলে বনদপ্তর তাদের সাপ ধরার সরঞ্জাম এনে সাপ দুদিকে বাক্স বন্দি করে।
আরও পড়ুন – রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে এবার সরব মুখ খুললেন জেলা বিজেপি সভাপতি
উল্লেখ্য, বসিরহাটের জেলার সন্দেশখালি ১ নম্বর ব্লকের ডাসা নদীর পাড়ে খুঁটি ঘাটের পাশে জনৈক মধু সরকারের পরিত্যক্ত চেম্বারে আজ সকাল বেলায় দেখে দুটি বিষধর পদ্মগৌর। প্রাথমিক অনুমান পাশেই সুন্দরবনের ডোলখালির জঙ্গল, সেখান থেকে বেরিয়ে লোকলায় আশ্রয় নিয়েছিল এই সাপ। একদিকে খাবারের সন্ধান অন্যদিকে নদী পেরিয়ে লোকালয়ে আশ্রয় নিয়েছিল এমনটা মনে করছে বনদপ্তর।
গ্রামবাসীরা বনদপ্তরকে খবর দিলে, মিনাখার বনদপ্তর গিয়ে সাপ দুটিকে উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা করে তারপর আবার জঙ্গলে ছেড়ে দেবে বলে জানিয়েছেন বনদপ্তর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামবাসীরা চার ঘন্টা চেস্টায় সাপ দুটোকেই যখন উদ্ধার করতে পারছিল না তখন বনদপ্তরকে খবর দেয়। ঘটনাস্থলে বনদপ্তর তাদের সাপ ধরার সরঞ্জাম এনে সাপ দুদিকে বাক্স বন্দি করে। পরিত্যক্ত চেম্বার