পাচারের আগে দুটি হাতির দাঁত উদ্ধার, ধৃত ২। পাচারের আগে দুটি হাতির দাঁত সহ দুজনকে গ্রেফতার করল বৈকন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। বনদফতর সূত্র খবর, ধৃতদের নাম গোবিন্দ প্রধান ও বিকাশ লামা। এদের মধ্যে একজন আলিপুরদুয়ার ও অপরজন জলপাইগুড়ির বাসিন্দা ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার বিকেলে মালবাজারের ওদলাবাড়ি এলাকায় রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালায় বনকর্মীরা।সেখান থেকে ২৪ কেজি ওজনের দুটি হাতির দাঁত সহ গোবিন্দ প্রধান ও বিকাশ লামাকে গ্রেফতার করা হয়।ঘটনায় একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে , অসম থেকে নিয়ে আসা হয়েছিল হাতির দাঁত দুটি। উদ্ধার হওয়া হাতির দাঁতের আনুমানিক ওজন ২৪ কেজি। যা নেপালে প্রায় ৬০ লক্ষ টাকার বিনিময়ে বিক্রির পরিকল্পনা ছিল।ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।
আরও পড়ুন – পার্থর প্রতি ক্ষোভ থাকলেও মমতায় বিশ্বাস সংখ্যালঘু তৃণমূল কর্মী সমর্থকদের
উল্লেখ্য, পাচারের আগে দুটি হাতির দাঁত সহ দুজনকে গ্রেফতার করল বৈকন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। বনদফতর সূত্র খবর, ধৃতদের নাম গোবিন্দ প্রধান ও বিকাশ লামা। এদের মধ্যে একজন আলিপুরদুয়ার ও অপরজন জলপাইগুড়ির বাসিন্দা । গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার বিকেলে মালবাজারের ওদলাবাড়ি এলাকায় রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালায় বনকর্মীরা।
সেখান থেকে ২৪ কেজি ওজনের দুটি হাতির দাঁত সহ গোবিন্দ প্রধান ও বিকাশ লামাকে গ্রেফতার করা হয়।ঘটনায় একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে , অসম থেকে নিয়ে আসা হয়েছিল হাতির দাঁত দুটি। উদ্ধার হওয়া হাতির দাঁতের আনুমানিক ওজন ২৪ কেজি। যা নেপালে প্রায় ৬০ লক্ষ টাকার বিনিময়ে বিক্রির পরিকল্পনা ছিল।ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।