বালি পাথর সরবরাহের দাবিতে বিক্ষোভ

বালি পাথর সরবরাহের দাবিতে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বালি পাথর সরবরাহের দাবিতে বিক্ষোভ। দীর্ঘ প্রায় ৬ মাস ধরে শীলতোর্ষা সহ বিভিন্ন রিভার বেডে বালি পাথর তোলা বন্ধ রয়েছে৷ ফলে বিপাকে পড়েছেন নির্মান পেশার সঙ্গে যুক্ত বহু মানুষ।সেজন্য সোমবার ওই কমিটির পক্ষ থেকে ফালাকাটা শহরে বিক্ষোভ মিছিল করে বিডিও ও পুরসভার চেয়ারম্যানকে ডেপুটেশন জমা দেওয়া হয়।

 

সংগঠনের তরফে শশাঙ্ক রায় ও বিপ্লব বিশ্বাস বলেন,বালি পাথর সরবরাহ বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিকের রুটি রুজি বিপন্ন।সংকটে পড়েছেন পন্য পরিবহন ও নির্মান ব্যাবসায়ীরাও। অবিলম্বে বালি পাথর সরবরাহ স্বাভাবিক করতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে৷ দ্রুত সমস্যা না মিটলে আরো বড়ো আন্দোলনে নামা হবে৷ এদিকে সংগঠনের ওই দাবির বিষয়টি উর্দ্ধতন কতৃর্পক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন ফালাকাটার বলেন বিডিও সুপ্রতীক মজুমদার৷

 

প্রসঙ্গত,কয়েক মাস আগেই এলাকার অনুমোদিত রিভার বেড গুলিতে বালি পাথর তোলার লিজের মেয়াদ শেষ হয়েছে৷ এর পর আর নতুন করে কোন অনুমতি দেওয়া হয়নি।বালি পাথর সরবরাহ বন্ধ থাকায় কাজ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন নির্মান শ্রমিকরা৷সংকটে বালি পাথর পরিবহন ও হার্ডওয়ার ব্যাবসায়ীরাও৷ এই পরিস্থিতিতে অবিলম্বে বালি পাথর সরবরাহ স্বাভাবিক করার দাবিতে সরব হল ফালাকাটা শ্রমিক, ঠিকাদার, প্রকৌশলী,পরিবহন ও হার্ডওয়ার ঐক্য সংগ্রাম কমিটি।

আরও পড়ুন – ফুটবলার রোনাল্ডোর দাম দেখুন কত

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৬ মাস ধরে শীলতোর্ষা সহ বিভিন্ন রিভার বেডে বালি পাথর তোলা বন্ধ রয়েছে৷ ফলে বিপাকে পড়েছেন নির্মান পেশার সঙ্গে যুক্ত বহু মানুষ।সেজন্য সোমবার ওই কমিটির পক্ষ থেকে ফালাকাটা শহরে বিক্ষোভ মিছিল করে বিডিও ও পুরসভার চেয়ারম্যানকে ডেপুটেশন জমা দেওয়া হয়।সংগঠনের তরফে শশাঙ্ক রায় ও বিপ্লব বিশ্বাস বলেন,বালি পাথর সরবরাহ বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিকের রুটি রুজি বিপন্ন।

 

সংকটে পড়েছেন পন্য পরিবহন ও নির্মান ব্যাবসায়ীরাও। অবিলম্বে বালি পাথর সরবরাহ স্বাভাবিক করতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে৷ দ্রুত সমস্যা না মিটলে আরো বড়ো আন্দোলনে নামা হবে৷ এদিকে সংগঠনের ওই দাবির বিষয়টি উর্দ্ধতন কতৃর্পক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন ফালাকাটার বলেন বিডিও সুপ্রতীক মজুমদার৷

 

প্রসঙ্গত,কয়েক মাস আগেই এলাকার অনুমোদিত রিভার বেড গুলিতে বালি পাথর তোলার লিজের মেয়াদ শেষ হয়েছে৷ এর পর আর নতুন করে কোন অনুমতি দেওয়া হয়নি।বালি পাথর সরবরাহ বন্ধ থাকায় কাজ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন নির্মান শ্রমিকরা৷সংকটে বালি পাথর পরিবহন ও হার্ডওয়ার ব্যাবসায়ীরাও৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top