রায়গঞ্জে শুরু টেক্সটাইল পার্কের কাজ। মুখ্যমন্ত্রীর ঘোষনার এক বছরের মধ্যেই রায়গঞ্জে শুরু টেক্সটাইল পার্কের কাজ।শনিবার কাজের অগ্রগতি পরিদর্শনে আসে তিন সদস্যের প্রতিনিধি দল। দলে ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প নিগমের এম এস এম ই-র জয়েন্ট ডিরেক্টর সৈকত দত্ত, টেক্সটাইল বিভাগের জয়েন্ট ডিরেক্টর শঙ্কর সরকার এবং জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সুনীল সরকার।
উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সুনীল সরকার বলেন ,বন্ধ হয়ে যাওয়া স্পিনিং মিলে যে টেক্সটাইল পার্ক গড়ে উঠবে, তার একটা অংশে ইতিমধ্যেই পাওয়ার লুম বসাতে উদ্যোগ নিয়েছে তন্তুজ। মোট ৪৮টি লুম বসানো হবে, বারটি লুম ইতিমধ্যে এসেও গিয়েছে। স্পিনিং মিলের ভেঙে যাওয়া প্রাচীর এবং রাস্তাগুলির মেরামতির কাজ শুরু হয়েছে। ১৫ই মার্চের মধ্যে পরিকাঠামো তৈরীর কাজ শেষ করা হবে।
এছাড়াও পুরনো স্পিনিং মিলের বাকি অংশে অন্য উদ্যোগীরা বিভিন্ন টেক্সটাইল শিল্প গড়ে তুলবেন। এই নয়া শিল্প পার্ক চালু হলে জেলার অর্থনীতি অনেকটাই চাঙ্গা হবে বলে আশা করা যায়। তিনি আরো বলেন যে এখানেই স্কুলের ছেলে মেয়েদের পোশাক তৈরির কাপড় উৎপাদন হবে।
আরও পড়ুন – গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে ঢেঁকি
জানা গেছে বন্ধ হয়ে যাওয়া স্পিনিং মিলের মোট জমির পরিমাণ ৩৩.৫৭ একর, এই ছবিতেই গড়ে উঠবে নয়া রায়গঞ্জ ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক। বাম আমলের শেষের দিকে ধুঁকতে থাকা স্পিনিং মিলটি শেষ পর্যন্ত বন্ধই হয়ে গিয়েছিল ২০১১ সালে। বন্ধ হয়ে যাওয়া স্পিনিং মিলের এক হাজারেরও বেশি কর্মীকে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকার ব্যবস্থা করেন বিভিন্ন সরকারি দপ্তরে। তারপর থেকে পড়েছিল ভগ্ন প্রায় স্পিনিং মিলটি, পরে জমিটি হস্তান্তর করা হয় পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প নিগমকে।
উল্লেখ্য, রায়গঞ্জে শুরু টেক্সটাইল পার্কের কাজ। মুখ্যমন্ত্রীর ঘোষনার এক বছরের মধ্যেই রায়গঞ্জে শুরু টেক্সটাইল পার্কের কাজ।শনিবার কাজের অগ্রগতি পরিদর্শনে আসে তিন সদস্যের প্রতিনিধি দল। দলে ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প নিগমের এম এস এম ই-র জয়েন্ট ডিরেক্টর সৈকত দত্ত, টেক্সটাইল বিভাগের জয়েন্ট ডিরেক্টর শঙ্কর সরকার এবং জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সুনীল সরকার।