ফাঁকা মাঠে গোল দিলেন বিজেপির “” ঢোঁড়াসাপ””মিঠুন চক্রবর্তী। আর উপস্থিতদের কাছে তাদের দুঃখ দুর্দশার কথা শুনতে চাইতেই “মিঠুনদা”” কে শুনতে হল বিজেপির দলীয় কর্মীদের তাদের জেলা ও রাজ্য নেতাদের বিরুদ্ধে ক্ষোভের কথা।যা হজম করতে না পেরে মিঠুনদা ড্যামেজ কন্ট্রোল করতে বলে উঠলেন, “” কারো দিকে আঙুল তুলবেন না।বিজেপি আমি তে বিশ্বাসী নয়,বিজেপি আমরা তে বিশ্বাসী “”। এরপরেই মিঠুন চক্রবর্তী বলে উঠলেন, পঞ্চায়েত নির্বাচনে জিতলে আমি তবেই আবার আসব।
তবে পঞ্চায়েতের আগে কর্মী সন্মেলনে উপস্থিত কয়েকশো কর্মী সমর্থকদের ঠিক কি বলতে এলেন “” ফ্লপ স্টার””?কেও কিছুই বুঝতে পারলেন না।তবে কতগুলো আটপৌরে মানুষের কাছে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সানগ্লাস খুলে কিছু পোজ দিলেন।আর তা দেখে কতগুলো “” ছেলেছোকরা””সিটি বাজাতে ভুল করল না।এভাবেই গেরুয়া শিবিরের পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মী সম্মেলনে স্বাক্ষী হয়ে রইল দুর্গাপুরের ফরিদপুর ব্লকের কিছু মানুষ,উপস্থিত সাংবাদিকরা আর কিছু সিভিক ভলেন্টিয়াররা ও পুলিশকর্মীরা।
আরও পড়ুন – মাছ মাংসের চড়া দাম, তাই চাহিদা বেড়েছে ঝিনুকের
উল্লেখ্য, ফাঁকা মাঠে গোল দিলেন বিজেপির “” ঢোঁড়াসাপ””মিঠুন চক্রবর্তী। আর উপস্থিতদের কাছে তাদের দুঃখ দুর্দশার কথা শুনতে চাইতেই “মিঠুনদা”” কে শুনতে হল বিজেপির দলীয় কর্মীদের তাদের জেলা ও রাজ্য নেতাদের বিরুদ্ধে ক্ষোভের কথা।যা হজম করতে না পেরে মিঠুনদা ড্যামেজ কন্ট্রোল করতে বলে উঠলেন, “” কারো দিকে আঙুল তুলবেন না।বিজেপি আমি তে বিশ্বাসী নয়,বিজেপি আমরা তে বিশ্বাসী “”। এরপরেই মিঠুন চক্রবর্তী বলে উঠলেন, পঞ্চায়েত নির্বাচনে জিতলে আমি তবেই আবার আসব।
তবে পঞ্চায়েতের আগে কর্মী সন্মেলনে উপস্থিত কয়েকশো কর্মী সমর্থকদের ঠিক কি বলতে এলেন “” ফ্লপ স্টার””?কেও কিছুই বুঝতে পারলেন না।তবে কতগুলো আটপৌরে মানুষের কাছে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সানগ্লাস খুলে কিছু পোজ দিলেন।আর তা দেখে কতগুলো “” ছেলেছোকরা””সিটি বাজাতে ভুল করল না।এভাবেই গেরুয়া শিবিরের পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মী সম্মেলনে স্বাক্ষী হয়ে রইল দুর্গাপুরের ফরিদপুর ব্লকের কিছু মানুষ,উপস্থিত সাংবাদিকরা আর কিছু সিভিক ভলেন্টিয়াররা ও পুলিশকর্মীরা।