ফুটবল টু্নামেন্টে চ্যাম্পিয়ন ভেটাগুড়ি। ধীরেন্দ্র কিশোর দাস স্মৃতি চ্যাম্পিয়ন ও হেমপ্রভা দাস স্মৃতি রানার্স আর দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ভেটাগুড়ি দুই জিপি দল। ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব পরিচালিত নকআউটি ফুটবল টুর্নামেন্ট শুরু হয় গত ২৬ নভেম্বর। শনিবার শহরের সংহতি ময়দানে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভেটাগুড়ি দল ১-০ গোলে আলিপুরদুয়ারের মর্নিং বয়েজ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ দিনের খেলায় একমাত্র গোল করেন বিজয়ী দলের পাপাই বর্মণ।
এ দিন ফাইনাল খেলা চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সুরোজ থাপা, দিনহাটা এক ব্লকের বিডিও মদনমোহন মুর্মু, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্যামল ধর, প্রাক্তন ফুটবলার মলিন রায়, বুলু বর্মা, ফুটবলার দীনেশ বিশ্বাস, চিন্ময় সমাদ্দার ছাড়াও আয়োজক সংস্থার সম্পাদক অর্ঘজিত নাগ, শুভ্রালোক দাস, কৌশিক রায় প্রমূখ । উদ্যোক্তাদের শুভ্রালোক দাস, সুমন ভৌমিক, অভ্র সরকার জানান, নকআউটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চার প্রাক্তন ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন মৃণাল দত্ত, কমল কান্তি বর্মা, সন্তোষ মুখোপাধ্যায় ও মিজানুর রহমান। এদিন খেলাকে ঘিরে মাঠে ফুটবল প্রেমীদের উপস্থিতি ও উৎসাহ ছিল যথেষ্ট।
আরও পড়ুন – মহার্ঘ্যভাতা অবিলম্বে প্রদানের দাবি তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে অভিযান
উল্লেখ্য, ধীরেন্দ্র কিশোর দাস স্মৃতি চ্যাম্পিয়ন ও হেমপ্রভা দাস স্মৃতি রানার্স আর দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ভেটাগুড়ি দুই জিপি দল। ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব পরিচালিত নকআউটি ফুটবল টুর্নামেন্ট শুরু হয় গত ২৬ নভেম্বর। শনিবার শহরের সংহতি ময়দানে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভেটাগুড়ি দল ১-০ গোলে আলিপুরদুয়ারের মর্নিং বয়েজ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ দিনের খেলায় একমাত্র গোল করেন বিজয়ী দলের পাপাই বর্মণ।
এ দিন ফাইনাল খেলা চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সুরোজ থাপা, দিনহাটা এক ব্লকের বিডিও মদনমোহন মুর্মু, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্যামল ধর, প্রাক্তন ফুটবলার মলিন রায়, বুলু বর্মা, ফুটবলার দীনেশ বিশ্বাস, চিন্ময় সমাদ্দার ছাড়াও আয়োজক সংস্থার সম্পাদক অর্ঘজিত নাগ, শুভ্রালোক দাস, কৌশিক রায় প্রমূখ । উদ্যোক্তাদের শুভ্রালোক দাস, সুমন ভৌমিক, অভ্র সরকার জানান, নকআউটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চার প্রাক্তন ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন মৃণাল দত্ত, কমল কান্তি বর্মা, সন্তোষ মুখোপাধ্যায় ও মিজানুর রহমান। এদিন খেলাকে ঘিরে মাঠে ফুটবল প্রেমীদের উপস্থিতি ও উৎসাহ ছিল যথেষ্ট।