ফুলসজ্যার রাতে বাড়ি থেকে পালালো জামাই। বাড়ির গেটে তালা মারল নববধূর বাবার বাড়ির লোকজন। ডোমকলের বাজিতপুর ক্যাপটেন পাড়া এলাকার ঘটনা। বিয়ের পরে এটিএম থেকে টাকা তুলতে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা জামাই। পরক্ষনে বাড়ির গেটে তালা মারল নববধূর বাবার বাড়ির লোকজন। সোমবার মুর্শিদাবাদের ডোমকলের লক্ষীনাথপুর ক্যাপটেন পাড়া এলাকার ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানাযায়, গত ৩ই আগষ্ট পরিবারের দেখাশোনা করে বিয়ে হয় ডোমকলের বাবুপাড়ার মেয়ের সাথে পার্শবর্তী এলাকা ক্যাপটেনপাড়া এলাকার প্রভাষ চন্দ্র পালের ছেলে প্রসেনজিৎ পালের সাথে। ৪ ঠা আগষ্ঠ ছিল বৌভাত। ততক্ষনেও কিছু বুঝতে আরেনি নববধূ। হঠাৎ নববধূর ফোনে ম্যাসেজ আসে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার। সেখানে লেখা থাকে,” আমার বর কে কেড়ে নিলি, মরবি তুই”। তবুও ঐ কথা তোয়াক্কা করেনি বধূ। ৫ ই আগষ্ঠ ছিল ফুলসজ্জা। পরেরদিন এটিএমে টাকা তুলতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় জামাই প্রসেনজিৎ।
আরও পড়ুন – চোর ধরো, জেল ভরো, এই স্লোগান দিয়েই বিজেপির র্যালি হলো মালবাজারে
তারপর আর ফেরেনি বাড়ি। ঐ ঘটনার পর সোমবার সকালে বাড়ির গেটে তালা ঝুলান নববধূর বাবার বাড়ির লোকজন। জানাযায়, বাড়ি থেকে নিঁখোজ হবার পরে কোনো খোঁজ ছিল না প্রসেনজিতের বাড়ি থেকে। ঐ কথা বধূর বাপের বাড়িতে জানানোর পর রবিবার ডোমকল থানায় নিঁখোজ ডাইরি করেন প্রসেনজিতের মা। যদিও বনবধূ জানায়, প্রসেনজিতের অন্য কোথায় সম্পর্ক রয়েছে।
আগে জানতে পারলে কখনই বিয়ে হতো না। সেই কারনেই হয়তো বাড়ি থেকে পালিয়ে গেছে। যদিও ওকথা পাত্তা দেইনি প্রসেনজিতের মা উমা রানি পাল। তিনি জানান, ছেলে কোথায় গেছে আমরা জানি না। আমরা থানায় অভিযোগ করেছি। অনেক খোজাখুজিও করেছি, পাইনি। ঘটনার পর অধিকার চেয়ে বধূর বাড়ির লোকজন গেটে তালা ঝুলায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।