ফের মাটি মাফিয়া দৌরাত্ম প্রতিবাদী আক্রান্ত উভয় পক্ষের জখম দশ। বাগজোলা খালের মাটি চুরি করে বিক্রির প্রতিবাদ, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটনায় জখম মহিলা সহ ১০,জন ২,জনের অবস্থা আশঙ্কা জনক।। বসিরহাট জেলার হাড়োয়া থানার কুলটি গ্রামের বাগজোলা খালের মাটি চুরি বিক্রি করছিল। তার প্রতিবাদ করলে আজ সকালে দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়।
ঘটনায় আহত হয় মহিলা সহ ১০ জন ।আহতদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়, একজনের মহিলারা অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কলকাতা আরজি করে মেডিকেল কলেজে পাঠানো হয়েছে । আজকে সকালবেলা মাটি মাফিয়ারা বাগজোলা খালের পাশে মাটি নিয়ে যাওয়ার ট্রাক্টর নিয়ে দাঁড়ায়। সেই সময় খাল থেকে মাটি চুরি করছিল দুষ্কৃতীরা। স্থানীয় এক মহিলা প্রতিবাদ করায় সেই সময় গন্ডগোল বেধে যায়। তাকে বেধড়ক মারধর করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেড়ে যায়।
আরও পড়ুন – আজ নতুন মন্ত্রীদের শপথ গ্রহন
একে অপরের ওপর বাশ লোহার রড লাঠি নিয়ে হামলা চালাতে শুরু করে। মহিলা পুরুষ ও যুবকদের মধ্য চরম সংঘর্ষ বেড়ে যায়।কারো মাথা ফাটিয়ে দেয় কাউরে হাত ভেঙে দেওয়া হয় এমনকি মহিলাদের মারধর করে জামা কাপড় ছিড়ে দেওয়া হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হারোয়ার কুলটিতে। ঘটরস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়েছে। আক্রান্তদের দাবি দীর্ঘদিন ধরে কখনো রাতের অন্ধকারে কখনো প্রকাশ্য দিবালোকে বাগজোলা খালের মাটি চুরি হয়ে যাচ্ছে। এরই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমরা আক্রান্ত হয়েছি। যারা এই ঘটনাকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
উল্লেখ্য, ফের মাটি মাফিয়া দৌরাত্ম প্রতিবাদী আক্রান্ত উভয় পক্ষের জখম দশ। বাগজোলা খালের মাটি চুরি করে বিক্রির প্রতিবাদ, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটনায় জখম মহিলা সহ ১০,জন ২,জনের অবস্থা আশঙ্কা জনক।। বসিরহাট জেলার হাড়োয়া থানার কুলটি গ্রামের বাগজোলা খালের মাটি চুরি বিক্রি করছিল। তার প্রতিবাদ করলে আজ সকালে দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়।