বরানগরে গণ অর্থ সংগ্রহ

বরানগরে গণ অর্থ সংগ্রহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বরানগরে গণ অর্থ সংগ্রহ। সিপিআইএম বনানগর দুটো এরিয়া কমিটির পক্ষ থেকে এক এবং দুইয়ের উদ্যোগে আজ সকালে চারটি কেন্দ্র থেকে বরানগর জুড়ে হল গণ অর্থ সংগ্রহ তার কারণ জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চ সেন্টারে গড়ে তোলার জন্য প্রচুর অর্থের প্রয়োজন রাজারহাটে ৫ একর জমির উপরে জ্যোতি বসুর নামংকৃত এই কাজ শুরু হচ্ছে সে কারণেই এই গণ অর্থ সংগ্রহ মানুষের কাছ থেকে বরানগর থেকে দীর্ঘদিন জ্যোতি বসু নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন সংসদীয় গণতন্ত্রে জ্যোতি বসু

 

একটি নাম হিসেবে এখনো রয়ে গেছে মানুষের কাছে সে কারণেই মহানগর ১৫০ বছরের পুরনো একটি শহর এ কারণেই মহানগরের সিপিএম পার্টির পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করে সিপিএমের নেতৃত্বদের উপস্থিতিতে আজ এই গণ সংগ্রহের কাজ শুরু করে এই গণসংগ্রে উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র বিমান বসু রবিন দেব ডাক্তার রামচন্দ্র ডোম তন্ময় ভট্টাচার্য ঝন্টু মজুমদার আহমেদ আলী খান সানু রায় কিশোর গাঙ্গুলী সহ জেলা এবং রাজ্যের নেতৃত্বদের উপস্থিতিতে বরানগর এর সিপিএমের কর্মীর সমর্থকেরা রাস্তায় নামে পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন বাজারে বিক্রেতাদের কাছ থেকে যে যার সাধ্যমতন তারা অর্থ সাহায্য করে টপিন রোড থেকে যে অর্থ সংগ্রহ কাজ শুরু হয় সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটবুড় সদস্য সূর্যকান্ত মিশ্র।

আরও পড়ুন – বর্ধমানে বিজেপি যুব মোর্চা ও সিপিআইএম এর পক্ষ থেকে পথ অবরোধ ও বিক্ষোভসভা

উল্লেখ্য, সিপিআইএম বনানগর দুটো এরিয়া কমিটির পক্ষ থেকে এক এবং দুইয়ের উদ্যোগে আজ সকালে চারটি কেন্দ্র থেকে বরানগর জুড়ে হল গণ অর্থ সংগ্রহ তার কারণ জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চ সেন্টারে গড়ে তোলার জন্য প্রচুর অর্থের প্রয়োজন রাজারহাটে ৫ একর জমির উপরে জ্যোতি বসুর নামংকৃত এই কাজ শুরু হচ্ছে সে কারণেই এই গণ অর্থ সংগ্রহ মানুষের কাছ থেকে বরানগর থেকে দীর্ঘদিন জ্যোতি বসু নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন সংসদীয় গণতন্ত্রে জ্যোতি বসু একটি নাম হিসেবে এখনো রয়ে গেছে মানুষের কাছে সে কারণেই মহানগর ১৫০ বছরের পুরনো একটি শহর এ কারণেই মহানগরের সিপিএম পার্টির পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top