বস্তা ভর্তি কচ্ছপের চামড়া ও হাড় উদ্ধার

বস্তা ভর্তি কচ্ছপের চামড়া ও হাড় উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বস্তা ভর্তি কচ্ছপের চামড়া ও হাড় উদ্ধার। এতদিন ধরে জ্যান্ত কচ্ছপ পাচার করতো পাচারকারীরা।কিন্তু এবার তারা জ্যান্ত কচ্ছপের বদলে পাচার করতে শুরু করেছে কচ্ছপের শুকনো চর্বি ও হাড়। বোঝাই যাচ্ছে পুলিশের চক্ষুকে আড়াল করার জন্য পাচারের ছক পাল্টে ফেলেছে এরা। মালদহে পুলিশের জালে বস্তা ভর্তি কচ্ছপের শুকনো চর্বি ও হাড় সহ তিন পাচারকারী।

 

এরা সকলেই উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এরা উত্তরপ্রদেশের গোরখপুর থেকে এইগুলো কিনে এনেছিল। জানা যায় ,গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ কালিয়াচকের এক জায়গায় অভিযান চালায়। সেখান থেকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের তিন ব্যক্তিকে। তল্লাশিতে তাদের কাছে উদ্ধার হয় বস্তা ভর্তি শুকনো কচ্ছপের চর্বি।

 

পুলিস সুত্রে জানা গিয়েছে, কালিয়াচকের এক পাচারকারীকে সেগুলি দিতে এসেছিল তারা। তবে হস্তান্তরের আগেই পুলিস তাদের গ্রেফতার করে। ধৃতরা হল সুরেশ(৩০), পাপ্পু(৪০) ও নাওয়ালী(৬০)। তিন জনের বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়। কালিয়াচকের মাটাবুল শেখ নামে এক পাচারকারীকে সেগুলি দিতে এসেছিল তারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৭০ কেজি কচ্ছপের শুকনো চর্বি।

আরও পড়ুন – মহার্ঘ্যভাতা অবিলম্বে প্রদানের দাবি তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে অভিযান

আন্তর্জাতিক চোরা বাজারে এক কেজি এই চর্বির আনুমানিক মূল্য ভারতীয় টাকায় প্রায় ১ লক্ষ টাকা। জানা যায় জ্যান্ত কচ্ছপ পাচারের ছক পাল্টে পাচারকারীরা এখন কচ্ছপের শুকনো হাড় ও চর্বি পাচার করছে। এই কচ্ছপের হাড় ও চর্বি দিয়ে বিশেষ যৌন উত্তেজক ওষুধ তৈরি হয়। বাংলাদেশ তৈরি এই ওষুধের বাজারে প্রচুর চাহিদা। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই ভারত থেকে কচ্ছপ বাংলাদেশে পাঠানো হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top