বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে পার্শ্ববৈঠক জয়শঙ্করের। সোমবার তাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমস্টেকভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে আরও একবার মোমেনের সঙ্গে পার্শ্ববৈঠকে বসলেন জয়শঙ্কর (JaiShankar) । বিদেশমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে আরও একবার বাংলাদেশের (Bangladesh) বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে পার্শ্ববৈঠকে বসলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S.Jaishankar)। এক মাস আগেই বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বারাণসীতে বৈঠক হয়েছিল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S.Jaishankar)। সে বার উপলক্ষ ছিল, জি ২০ (G20)-র উন্নয়ন সংক্রান্ত মন্ত্রীদের বৈঠক। সোমবার তাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমস্টেকভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে আরও একবার মোমেনের সঙ্গে পার্শ্ববৈঠকে বসলেন জয়শঙ্কর (S.Jaishankar)।
সূত্রের খবর, মোমেনের সঙ্গে জয়শঙ্করের (S.Jaishankar) বৈঠকে উঠেছে আমেরিকার (America) প্রসঙ্গ। পরে একটি টুইট (Tweet) করে জয়শঙ্কর (S.Jaishankar) বলেন, “বাংলাদেশের (bangladesh) বিদেশমন্ত্রীর সঙ্গে চমৎকার বৈঠক হল। বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক ঘটনাবলি নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে আরও ঘন ঘন দেখা করা হবে বলে স্থির হয়েছে।”
আরো পড়ুন – পাক সেনার উর্দি পরে ছবি, সীমা আসলে কে? সাধারণ পাক বধূ না…
আরো পড়ুন – চন্দ্রযান ৩-র সাফল্যে হিংসায় জ্বলছে চিন, ISRO-কে টেক্কা দিতে মহাশূন্যে মানুষ পাঠাবেন…
কূটনৈতিক শিবিরের মতে, এই বৈঠক তাৎপর্যপূর্ণ, কারণ জাতীয় নির্বাচনের মুখে দাঁড়িয়ে ঢাকা। ক্ষমতাসীন আওয়ামি লিগ সরকারের উপর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে আমেরিকা (America) যৎপরোনাস্তি চাপ তৈরি করছে। সদ্য আমেরিকা (America) সফর করে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে তাঁর কথা হয়েছে আমেরিকার (America) নেতৃত্বের সঙ্গে।
আরো পড়ুন – ‘এটা ভারতের সঙ্গে INDIA-র লড়াই’, বিরোধী জোটের INDIA নামকরণ কতোটা অযৌক্তিক? ব্যাখ্যা…
আরো পড়ুন – বেঙ্গালুরু শহর উড়িয়ে ফেলার পরিকল্পনা! শহর থেকে গ্রেফতার সন্দেহভাজন ৫ জঙ্গি
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)
 
								





 
															













 
															 
															