ফের বাল্য বিবাহের পথে বাধা হয়ে দাঁড়াল ব্লক প্রশাসন। আইন পাশ হলেও বাস্তবে চিত্রটা কিছুটা অন্যরকম! একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা যায়নি বাল্যবিবাহ। রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প ঘোষণা করেছে বাল্য বিবাহ প্রতিরোধ করতে। তবে এই প্রথা রুখতে বিশেষ অবদান পালন করছে ব্লক প্রশাসন। এমনই চিত্র ধরা পড়ল বাঁকুড়ার শালতোড়া ব্লকের মুড়লু মাঝি পাড়ায়।
মঙ্গলবার বাঁকুড়ার শালতোড়া ব্লকের মুড়লু মাঝি পাড়ায় এক বাল্য বিবাহের খবর পেয়ে সেখানে পৌঁছে যান শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও মিলন মালাকার, পঞ্চায়েত দপ্তরের আধিকারিক বিথুণ সামন্ত, বাঁকুড়া চাইল্ড লাইনের সদস্য প্রয়াগ চন্দ্র এবং থানার পুলিশ আধিকারিক। তাঁরা জানতে পারেন মেয়ের বয়স ১৭ বছর ৫ মাস। শালতোড়ার জয়েন্ট বিডিও মিলন মালাকার ওই মেয়ের পরিবারের সাথে কথা বলেন। তিনি বাল্য বিবাহ যে আইন বহির্ভূত কাজ তা তাদের বোঝান।
এর সাথে তিনি ১৮ বছর বয়সে বিয়ে করলে সরকারি সুবিধা কন্যাশ্রী এবং রূপশ্রী র যে সুবিধা পাওয়া যাবে তাও বলেন।
এরপর পরিবারের সদস্য এবং মেয়ের কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয় যাতে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
আরও পড়ুন – ফের নেপালে ঘাঁটি গাড়ছে কেএলও গোষ্ঠী
উল্লেখ্য, আইন পাশ হলেও বাস্তবে চিত্রটা কিছুটা অন্যরকম! একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা যায়নি বাল্যবিবাহ। রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প ঘোষণা করেছে বাল্য বিবাহ প্রতিরোধ করতে। তবে এই প্রথা রুখতে বিশেষ অবদান পালন করছে ব্লক প্রশাসন। এমনই চিত্র ধরা পড়ল বাঁকুড়ার শালতোড়া ব্লকের মুড়লু মাঝি পাড়ায়।
মঙ্গলবার বাঁকুড়ার শালতোড়া ব্লকের মুড়লু মাঝি পাড়ায় এক বাল্য বিবাহের খবর পেয়ে সেখানে পৌঁছে যান শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও মিলন মালাকার, পঞ্চায়েত দপ্তরের আধিকারিক বিথুণ সামন্ত, বাঁকুড়া চাইল্ড লাইনের সদস্য প্রয়াগ চন্দ্র এবং থানার পুলিশ আধিকারিক। তাঁরা জানতে পারেন মেয়ের বয়স ১৭ বছর ৫ মাস। শালতোড়ার জয়েন্ট বিডিও মিলন মালাকার ওই মেয়ের পরিবারের সাথে কথা বলেন। তিনি বাল্য বিবাহ যে আইন বহির্ভূত কাজ তা তাদের বোঝান। এর সাথে তিনি ১৮ বছর বয়সে বিয়ে করলে সরকারি সুবিধা কন্যাশ্রী এবং রূপশ্রী র যে সুবিধা পাওয়া যাবে তাও বলেন।