“সেই সময়ে প্রশংসা না করে ওঁর উপায় ছিল না, তাই নিরুপায় হয়ে অক্ষয় আমার ছবিকে ভালো বলেছেন”- বিবেক অগ্নিহোত্রী

“সেই সময়ে প্রশংসা না করে ওঁর উপায় ছিল না, তাই নিরুপায় হয়ে অক্ষয় আমার ছবিকে ভালো বলেছেন”- বিবেক অগ্নিহোত্রী। দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files) এমন একটি সিনেমা যা কাশ্মীরের গণহত্যা নিয়ে তৈরি এবং ২০২২ এর মার্চে রিলিজ এর পর গোটা দেশেই সাড়া ফেলেছিল। এই ছবির প্রশংসা ছিল সাধারণ দর্শক থেকে শুরু করে গোটা বলিউডে। প্রসঙ্গত,কাশ্মীর ফাইলসের কাছাকাছি সময়েই অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ রিলিজ হয় কিন্তু বক্স অফিসে মুখ থুবরে পড়ে সেই ছবি। এক কথায়,কাশ্মীর ফাইলসের ঝড়ে উড়ে যায় অক্ষয়ের স্টারডম।

 

যদিও,সে সময় বিবেকের ছবির প্রশংসাই করেছিলেন অক্ষয় কুমার। এরপর কেটে গেছে প্রায় দুমাস। কিন্তু আচমকাই,” দ্য কাশ্মীর ফাইলস” নিয়ে অক্ষয়ের সেই প্রশংসার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘১০০ জন মানুষকে জিজ্ঞাসা করেছেন, আমার ছবি কেন চলছে, ওঁর ছবি কেন চলছে না বা আমার ছবি কেমন লেগেছে?

আরও পড়ুন – ফের নেপালে ঘাঁটি গাড়ছে কেএলও গোষ্ঠী

সেই সময়ে প্রশংসা না করে ওঁর উপায় ছিল না। তাই নিরুপায় হয়ে অক্ষয় আমার ছবিকে ভালো বলেছেন। ভোপালের যে অনুষ্ঠানে তিনি প্রশংসা করেছেন, সেখানে আমিও উপস্থিত ছিলাম।’ এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, মার্চে বিবেকের পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়,যেখানে অক্ষয় একদিকে বিবেকের ছবির প্রশংসা করছিলেন এবং অন্যদিকে হেসে বলেছিলেন সেই ছবি তাঁর ছবিকে ডুবিয়ে দিল।

 

সেই ভিডিও র জেরে ওড়িশার এক মাল্টিপ্লেক্সে বন্ধ হয়ে গিয়েছিল বচ্চন পাণ্ডের স্ক্রিনিং। এক ক মথায়, জোর করে বিক্ষোভ চালিয়ে বন্ধ করা হয়েছিল অক্ষয়ের ছবির স্ক্রিনিং। কিন্তু তাঁর দুমাস পরে হঠাৎ বিবেক অগ্নিহোত্রীর অক্ষয়ের বিরুদ্ধে এরুপ বিস্ফোরক হবার কারণ কি?যদিও এ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।