বাসুদেবপুর পূর্বাশার বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক

বাসুদেবপুর পূর্বাশার বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বাসুদেবপুর পূর্বাশার বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক। ফের ব্যারাকপুর শিল্পাঞ্চলে বোমা উদ্ধার। এবার ঘটনাস্থল শ্যামনগরের বাসুদেবপুর থানার কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েতের পূর্বাশা পাড়া। ওই এলাকার একটি ঘর থেকে ছয়টি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ালো স্থানীয়দের মধ্যে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বাসুদেবপুর থানার পুলিশ শিপ্রা মির বরের এক ভাড়াটিয়ার বাড়িতে হানা দেয়।

 

তল্লাশি চালানোর সময় পুলিশ দেখতে পায় ঘরের মধ্যে বোমা মজুত করে রাখা রয়েছে। গত নয় মাস ধরে নদীয়ার হরিনঘাটার বাসিন্দা সঞ্জীব দত্ত নামে বছর ৩৫ এর এক যুবক ওই ঘরটিতে ভাড়া ছিল। রবিবার ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছিল সঞ্জীব। তারপর সে আর বাড়িতে ফিরে আসেনি। অভিযোগ, বুধবার রাতে দুজন অপরিচিত লোক এসে পাশের ঘরের ভাড়াটিয়া পুষ্পাদেবীর কাছে সঞ্জীবের ঘরের চাবি চায়। চাবি দিতে অস্বীকার করায় ওরা পুষ্পাদেবীকে দেখে নেবার হুমকিও দেয়। এরপর ওই ভাড়াটিয়া পুলিশের দ্বারস্থ হন। পুলিশ এসে ঘরে তল্লাশি চালিয়ে দেখে বোমা লুকিয়ে রাখা আছে।

আরও পড়ুন – মহার্ঘ্যভাতা অবিলম্বে প্রদানের দাবি তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে অভিযান

রাতেই ওই বাড়ির সামনে পুলিশ মোতায়ন করা হয়। বৃহস্পতিবার বেলায় সিআইডি-র বম্ব স্কোয়াড এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। যদিও ভাড়াটিয়া সঞ্জীব বেপাত্তা। ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। যদিও কি উদ্দেশ্যে ওই যুবক বোমাগুলো ঘরে মজুত করে রেখেছিল তাও খতিয়ে দেখছে বাসুদেবপুর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে বাড়িওয়ালা শিপ্রা মির বরের দাবী,আয়ার কাজ করার জন্য তাকে বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতে হয়। সেই কারনেই বাড়িতে দুটি ঘর ভাড়া দিয়েছিলাম। সঞ্জীব ঘর ভাড়া নেবার সময় বলেছিল ও সনাকর্মী। বর্তমানে সাসপেন্ড আছে। কিন্তু কোন ভাবেই বুঝতে পারিনি ও একজন অপরাধী। বাসুদেবপুর পূর্বাশার

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top