GTA নির্বাচন নিয়ে ক্ষুদ্ধ বিমল গুরুং-চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে! GTA নির্বাচনের আগেই বেশ ক্ষুদ্ধ হলেন বিমল গুরুং। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহাড়ের রাজনীতিতে পাকাপাকি সমাধান চেয়ে চিঠি লিখলেন। সেই চিঠিতেই তিনি মুখ্যমন্ত্রীযে বললেন, GTA নির্বাচনের আগে দ্বিপাক্ষিক বৈঠক চান তিনি।
চিঠিতে বিমল গুরং আরো জানান, তিনি বা তাঁর দল এখন আর বিজেপি-র সঙ্গী নন। বরং তাঁরা এখন তৃণমূলের জোটসঙ্গী। তাই তৃণমূল যেন এই জোট সম্পর্ক বজায় রাখে এবং জিটিএ নির্বাচন এখনই না করিয়ে আগে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমস্যার সমাধান করার দিকে নজর দেয়।
আরও পড়ুন – আগামী ১৪ দিন হাওড়া-বর্ধমান শাখায় প্রায় ৪-৫ ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল
তার দাবী,”১১টি গোর্খা জাতিকে SC তকমা না দেওয়া হলে তা প্রতিশ্রুতি ভঙ্গ হিসেবেই ধরা হবে।” GTA নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি রাখার আর্জি জানিয়েছেন বিমল গুরং। বিমল গুরুং আরো দাবি, জানান যে,”২০১১ সালের চুক্তি অনুযায়ী, রাজ্য সরকার যা ক্ষমতা জিটিএ-এর হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তার অধিকাংশই এখনও জিটিএ-এর হাতে তুলে দেওয়া হয়নি। সেই সব ক্ষমতা আগে জিটিএ-এর হাতে তুলে দেওয়া হোক। তারপরই যেন জিটিএ নির্বাচন হয়।”
প্রসঙ্গত, ২০১৭ সালেও বিমল গুরুংজিটিএ (GTA) নির্বাচনের বিরোধিতা করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, তাঁরা চান পৃথক গোর্খাল্যান্ড রাজ্য। তাদের কাছে জিটিএ (GTA) সাময়িক ব্যবস্থা মাত্র। আর তাই সেই সময়ে জিটিএ নির্বাচন হয়নি।
এছাড়াও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এই চিঠিতে ২০১১ সালের চুক্তি অনুযায়ী পাহাড়ের সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান চান বিমল এবং আরও বেশি ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন তিনি।এছাড়াও, গোর্খা অধ্যুষিত উত্তরবঙ্গের ৩৯৬টি মৌজাকে জিটিএ’র অধীনে আনার দাবিও জানিয়েছেন তিনি বলে জানা গিয়েছে।