বিয়ে বাড়ির অনুষ্ঠানে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার চার

বিয়ে বাড়ির অনুষ্ঠানে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার চার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিয়ে বাড়ির অনুষ্ঠানে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার চার । জগদ্দলের মোমিন পাড়ায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে তারস্বরে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় বোমাবাজির ঘটনায় তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ রবিবার রাতে ওই এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে,ধৃতদের নাম সুরেশ মাহাতো,অনিল মাহাতো, রাজেশ মাহাতো ও মহম্মদ রাজাউদ্দিন। পুলিশ ধৃতদের বিরুদ্ধে ৩২৬,৩০৭,৩/৪ ও ই এস-অ্যাক্ট ধারায় মামলা রুজু করেছে।

 

প্রসঙ্গত,গত শুক্রবার রাতে জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিন পাড়ার শিতলা মন্দির এলাকায় একটি বিয়ে বাড়িতে তারস্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। ওইদিন রাতে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে বিয়ে বাড়ির কতৃপক্ষকে সাউন্ড বক্সের আওয়াজ কমিয়ে দিতে অনুরোধ করে। কিন্তু আওয়াজ কমাতে রাজি হননি বিয়ে বাড়ির লোকজন।

 

এরপরেই দুপক্ষের মধ্যে তীব্র বচসা থেকে মারপিট বেধে যায়। অভিযোগ, সেই সময় বহিরাগতদের নিয়ে এসে স্থানীয়দের ওপর হামলা ও বোমাবাজি করে ওই অনুষ্ঠান বাড়ির কর্তারা। বোমার আঘাতে চারজন যুবক আহত হন। তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন রাতে স্থানীয় বাসিন্দা পেশায় সেনা কর্মী সুরেশ মাহাতোর ভাইজির বিয়ের অনুষ্ঠানে তারস্বরে বক্স বাজানো হচ্ছিল।

আরও পড়ুন – ফুটবলার রোনাল্ডোর দাম দেখুন কত

তারই প্রতিবাদ করায় এই হামলার ঘটনা ঘটে। এদিকে রবিবার বেলায় ঘটনাস্থলে যান ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ শ্রীহরি পান্ডে এবং বিশাল পুলিশ বাহিনী। সেই সময় পুলিশের উপস্থিতিতে মোমিন পাড়ার গলিতে লুকিয়ে রাখা একটি বোমা আচমকাই ফেটে যায়। এরপর তল্লাশি চালিয়ে পুলিশ ওই এলাকা থেকে আরও চারটি বোমা উদ্ধার করেছিল। এদিকে সোমবার সকালে পুলিশ ও বোম ডিস্পোজাল স্কোয়াডের সদস্যরা বিয়ে বাড়ি সংলগ্ন বিভিন্ন এলাকায় লুকিয়ে রাখা বোমার খোঁজে মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি অভিযান চালায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top