বেপরোয়া গতির বলি ১৩ বছরের কিশোর নিউটাউন যাত্রাগাছি এলাকার ঘটনা
বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ মর্মান্তিক ঘটনা ঘটে যাত্রাগাছি উড়ালপুলের ওপর।স্থানীয় সূত্রে খবর তিনজন কিশোর সাইকেল নিয়ে ইকোস্পেসের দিক থেকে সাইকেল চালিয়ে যাত্রাগাছি উড়াল পুলের উঠলে সেই সময় অপরদিক থেকে আসা একটি বাইকের ধাক্কায় প্রাণ গেল তেরো বছরের কিশোর রনজিৎ মন্ডলের । প্রথমে বাইকটি রনজিত মন্ডল কে ধাক্কা মারলে ছিটকে গিয়ে একটি চলন্ত অটোর সাথে ধাক্কা লাগে রনজিৎ মন্ডলের সেই সময় তার মাথায় আঘাত লাগে । তারপর তাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাঃ তাকে মৃত বলে ঘোষণা করেন
নেমে এসেছে কিশোরের পরিবারে শোকের ছায়া মৃত কিশোর এর বাবা সুজিত মন্ডল জানান যে বাইকের সাথে এক্সিডেন্ট হয়েছে সেই বাইক চালক কে যেন ধরা হয়। আমার পুলিশের উপর বিশ্বাস আছে। নিউ টাউন থানার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে মৃত কিশোরের বাবাকে যত দ্রুত সম্ভব বাইক আরোহীকে ধরার চেষ্টা করবে পুলিশ
বেপরোয়া গতির বলি ১৩ বছরের কিশোর নিউটাউন যাত্রাগাছি এলাকার ঘটনা
বেপরোয়া গতির বলি ১৩ বছরের কিশোর নিউটাউন যাত্রাগাছি এলাকার ঘটনা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram