রাতভোর তল্লাশি চালিয়ে বেলঘড়িয়ায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার ২৭ কোটি ৯০ লক্ষ নগদ ও বিপুল পরিমান সোনা। দক্ষিনের ডায়মন্ড সিটির কাছে হার মানলো উত্তরের বেলঘড়িয়ার ক্লাব টাউন হাইটস। বুধবার রাতভোর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি অভিযানে বেলঘড়িয়ার ফিডার রোডের ‘ক্লাব টাউন হাইটস’ আবাসনের ব্লক-ফাইভের নবম তলার ফ্ল্যাট থেকে উদ্ধার হল নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা।
ইডি সূত্রে জানা গেছে,অর্পিতা মুখোপাধ্যায়ের শোয়ার ঘরে লুকিয়ে রাখা ওয়ারডর্পের ভেতর থেকে দুহাজার ও পাঁচশো টাকার বান্ডিল উদ্ধার করা হয়েছে। এরমধ্যে কিছু টাকা উদ্ধার হয়েছে বেডরুম সংলগ্ন মডিউল বাথরুমের ভেতর থেকে। ওই ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার হওয়া নগদ টাকার পরিমান দেখে তদন্তকারী আদিকারিদেও চক্ষু চড়কগাছ। বিপুল পরিমাণে টাকা উদ্ধারের পাশাপাশি ৪ কোটি ৩১ লক্ষ টাকা মূল্যের সোনাও উদ্ধার হয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে।
আরও পড়ুন- সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে বাঁকুড়ার শালবনি গ্রাম
উদ্ধার হওয়া সোনার গহনার মধ্যে বেশ কয়টি সোনার বাঁট ও পাঁচশো গ্রাম ওজনের বেশ কয়েকটি কঙ্কনও উদ্ধার হয়েছে। এছাড়া প্রচুর জমির দলিল ও বেশকিছু দরকারি নথিপত্র উদ্ধার হয়েছে। অভিযান শেষে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে টাকা ভর্তি নটি ট্যাঙ্ক ট্রাকে তুলে কলকাতার স্ট্যান্ড রোডে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তরে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সুত্র মারফত জানা গেছে,নটি ট্রাঙ্কের ভেতর আটটিতে ছিল উদ্ধার হওয়া বিপুলসংখ্যক নগদ টাকা ও একটিতে ছিল সোনার বাঁট সহ অলঙ্কার।
উল্লেখ্য, রাতভোর তল্লাশি চালিয়ে বেলঘড়িয়ায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার ২৭ কোটি ৯০ লক্ষ নগদ ও বিপুল পরিমান সোনা। দক্ষিনের ডায়মন্ড সিটির কাছে হার মানলো উত্তরের বেলঘড়িয়ার ক্লাব টাউন হাইটস। বুধবার রাতভোর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি অভিযানে বেলঘড়িয়ার ফিডার রোডের ‘ক্লাব টাউন হাইটস’ আবাসনের ব্লক-ফাইভের নবম তলার ফ্ল্যাট থেকে উদ্ধার হল নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা।