বৈঠকে তৃণমূল জেলা সভাপতি। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জেলার নেতাদের নিয়ে বৈঠকে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। বুধবার জেলা তৃণমূল কার্যালয়ে এই বৈঠক হয়। দলের প্রবীন নেতৃত্বদের উপস্থিত এই বৈঠক হয়। আগামী পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটের দিকে লক্ষ্য রেখে দলের গোষ্ঠীদ্বন্দ্বকে সরাতে এবং প্রবীর নেতাদের নতুন করে দলকে শক্তিশালী করে তুলতে কাজে লাগাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কুচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী, হিতেন বর্মন, প্রাক্তন বিধায়ক ফজল করিম মিয়া, প্রবীণ নেতা নিরঞ্জন দত্ত, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন , জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক প্রমূখ। তবে পারিবারিক এবং অসুস্থতার কারণে সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন উপস্থিত থাকতে পারেননি ।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংবদ্ধ করে আঞ্চলিক বেশ কিছু সমস্যা দূরীকরণ।
কোচবিহার জেলায় তৃণমূলের মধ্যে বেশ কিছু অসংগতি লক্ষ্য করছিল রাজনৈতিক মহল। বিশেষ করে দিনহাটা ,মাথাভাঙ্গা এবং তুফানগঞ্জ এর ক্ষেত্রে ক্রমশ গোষ্ঠী কোন্দল বৃদ্ধি পাচ্ছিল। আঞ্চলিক নেতারা নিজেদের মতো করে দল পরিচালনা করার চেষ্টা করছিল বলে অভিযোগ উঠছিল বারংবার। এই সমস্ত বিষয়ে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে ক্ষতিকর হয়ে উঠতে পারে দলের নিরিখে তাই দলের সিনিয়র লিডারদের সঙ্গে নিয়ে এই বিশেষ আলোচনা সভা।
এছাড়াও জেলা তৃণমূল কংগ্রেসের দুই বর্ষিয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ এবং উদয়ন গুহর সোশ্যাল মিডিয়ায় দ্বন্দ্ব লেগেই রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্রে। এই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এদিন বৈঠকের পর সাংবাদিক বৈঠকে অভিজিৎ দে ভৌমিক জানান, পঞ্চায়েত নির্বাচনকে দলকে আরো সংঘবদ্ধ এবং পুরনো নেতৃত্ব স্থানীয়দের অভিজ্ঞতা যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই কারণেই এই বৈঠক।
আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা
পঞ্চায়েত নির্বাচনের দল কিভাবে কাজ করবে জেলার কোন কোন এলাকায় সাংগঠনিক খামতি রয়েছে, এবং দলকে সঙ্ঘবদ্ধ করার জন্য আরও কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের প্রথম সিদ্ধান্ত ব্লক এবং অঞ্চলে যে সমস্ত কর্মীরা বসে রয়েছেন বা বিভিন্ন মনোমালিনে দল থেকে অবসর গ্রহণ করেছেন তাদেরকে পুনরায় দলের মূল সারিতে ফিরিয়ে আনার জন্য তাদের সাথে দেখা করা হবে। নির্বাচন পরিচালনার জন্য বেশ কয়েকটি ছোট ছোট কমিটি তৈরি করা হবে।
আগামী ১৯ তারিখ পুনরায় বৈঠকে বসতে চলেছে জেলা তৃণমূল নেতৃত্ব এমনটাই জানালেন অভিজিৎ দে ভৌমিক। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকার জন্য প্রাথমিক খসড়া তৈরীর কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।