ব্লকে ব্লকে বিএম ও এইচ কে ডেপুটেশন, আশা কর্মীদের

ব্লকে ব্লকে বিএম ও এইচ কে ডেপুটেশন, আশা কর্মীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ব্লকে ব্লকে বিএম ও এইচ কে ডেপুটেশন, আশা কর্মীদের। রাজ্য ব্যাপী পশ্চিম বঙ্গ আশা কর্মী ইউনিয়নের ডাকে ব্লকে ব্লকে বিএম ও এইচ কে ডেপুটেশন প্রদান করা হয় বুধবার ব্লক আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে। বিনা পারিশ্রমিকে অতিরিক্ত কাজ করানো বন্ধ, ইনসেনটিভ এর টাকা দফায় দফায় নয় একত্রে প্রদান, নূন্যতম মাসিক বেতন একুশ হাজার টাকা, সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি প্রদান ইত্যাদি দাবির পরিপ্রেক্ষিতে এই ডেপুটেশন।

 

উল্লেখ্য গত ২৯ শে জুলাই রাজ্যজুড়ে একযোগে জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিকট উক্ত দাবি নিয়ে বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয়। সেই সাথে সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে আশা কর্মীদের দাবি দাওয়া পূরণ না হলে ৩ রা আগস্ট ব্লকে ব্লকে বিএম ও এইচ কে ডেপুটেশন দেওয়া এবং সেই সাথে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। সেই রূপ হিসেবে রাজ্য সহ জেলার অন্যান্য ব্লকের ন্যায় খয়রাসোল ব্লকের নাকড়াকোন্দা ব্লক স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় খয়রাসোল ব্লক আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে।

আরও পড়ুন – আসন্ন ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা বিক্রি

এদিন বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে পদযাত্রা সহকারে বিএম ও এইচ অফিস চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।পরে পাঁচ প্রতিনিধি অফিসে যান স্মারকলিপি দিতে কিন্তু ব্লক মেডিকেল অফিসার না থাকায় উনার পরিবর্তে অফিসের বড় বাবু আবুল কালাম আজাদ স্মারকলিপি গ্রহণ করেন। এক সাক্ষাৎকারে তিনি জানান আশা কর্মীদের বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি পেয়েছি , যাহা বিএম ও এইচ বা উর্দ্ধতন কতৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে আশা কর্মি ইউনিয়নের খয়রাসোল ব্লক নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী একান্ত সাক্ষাৎকারে জানালেন তাদের বিভিন্ন দাবি সহ আন্দোলনের কথা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top