স্বাস্থ্যকর্মীর মর্যাদা-নির্দিষ্ট বেতনের দাবিতে মেজিয়ায় আশাকর্মীদের কর্মবিরতি

স্বাস্থ্যকর্মীর মর্যাদা-নির্দিষ্ট বেতনের দাবিতে মেজিয়ায় আশাকর্মীদের কর্মবিরতি । পথে প্রতিবাদ,আন্দোলন অব্যাহত। তবুও দাবিপূরণ হয়না এঁদের। বেতন বৃদ্ধি, সুরক্ষা,স্থায়ীকরণের দাবিসহ একাধিক দাবি আশাকর্মীদের। তবে এই কর্মবিরতি একদিনের নয়। বহুদিন ধরেই রাজ্যের নানা প্রান্তে আশাকর্মীদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু শুনছে কে? তাই স্বাস্থ্যকর্মীর মর্যাদা, নির্দিষ্ট বেতনের দাবিতে আবারও আন্দোলনের পথে আশাকর্মীরা। বুধবার বাঁকুড়ার মেজিয়া ব্লকের আশাকর্মীরা তাদের ন্যূনতম বেতন বৃদ্ধি স্বাস্থ্য কর্মীর মর্যাদা ও স্বীকৃতি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মবিরতি সহ বিক্ষোভ দেখান ।

 

তাদের অভিযোগ কোভিড সংক্রমণের সময়ে তারাই সামনের সারিতে থেকে কাজ করেছেন। অথচ তাঁদের কোনও স্থায়ী বেতন কাঠামো নেই। তাদের আরো অভিযোগ গর্ভবতী মা থেকে শুরু করে শিশু জন্মানোর পর পর্যন্ত সমস্ত পরিষেবা দিয়ে থাকে আশাকর্মীরা অথচ আশাকর্মীদের মাতৃকালীন ছুটি বলেই কিছু নেই । তাই তাঁদের দাবি অবিলম্বে ন্যূনতম একুশ হাজার টাকা বেতন দিতে হবে। দিতে হবে স্বাস্থ্যকর্মীর মর্যাদাও। আর এই দাবি না মানা হলে বড়সড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

 

তবে এ বিষয়ে মেজিয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপ্যমান চ্যাটার্জি জানিয়েছেন আশা কর্মীরা স্বাস্থ্য বিভাগের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আজ গর্ভকালীন মাতৃ ও শিশু মৃত্যুর হার কমাতে পেরেছে একমাত্র আশা কর্মীরাই । তাই তাদের এই দাবিগুলি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন – আসন্ন ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা বিক্রি

উল্লেখ্য, পথে প্রতিবাদ,আন্দোলন অব্যাহত। তবুও দাবিপূরণ হয়না এঁদের। বেতন বৃদ্ধি, সুরক্ষা,স্থায়ীকরণের দাবিসহ একাধিক দাবি আশাকর্মীদের। তবে এই কর্মবিরতি একদিনের নয়। বহুদিন ধরেই রাজ্যের নানা প্রান্তে আশাকর্মীদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু শুনছে কে? তাই স্বাস্থ্যকর্মীর মর্যাদা, নির্দিষ্ট বেতনের দাবিতে আবারও আন্দোলনের পথে আশাকর্মীরা। বুধবার বাঁকুড়ার মেজিয়া ব্লকের আশাকর্মীরা তাদের ন্যূনতম বেতন বৃদ্ধি স্বাস্থ্য কর্মীর মর্যাদা ও স্বীকৃতি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মবিরতি সহ বিক্ষোভ দেখান ।