কোলকাতা:- ভ্যাকসিন পাওয়া গেলে আগামীকাল থেকে ডোজ দেওয়া শুরু হবে। সকাল ১০ থেকে ১ পর্যন্ত ডোজ দেওয়া হবে। আরেকটি দুপুর 1টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সব কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। কুড়ি হাজার আছে। রাতে ৩০ হাজার পাওয়া যাবে। কোভ্যাকসিন ও কোডিশিল্ট দেওয়া হবে।ভোটের পরবর্তী হিংসা নিয়ে- এখানে কোন অশান্তি হয় নি। বরং ভোটের দিন শীতলকুচিতে চারজন মারা গিয়েছে।

গ্যাসের দাম বৃদ্ধি-সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তেলের দাম ও বেড়ে চলেছে। শেয়ার দাম বাড়াতে এই ধরনের কাজ করা হচ্ছে। তেল কোম্পানি গুলি কে বিদেশি র হাতে বিক্রি করে দেবে। সেফ সেলিং ইন্ডিয়া তৈরি করা হচ্ছে।চিকিৎসক দের নিগ্রহ নয়। চিকিৎসা জন্য হেল্থ কমিশন আছে। তাদের গায়ে কেউ হাত দেবেন না। সবাই খারাপ নয়। দুএকজন চিকিৎসক খারাপ হতে পারে।



















