মহেশের জগন্নাথ দেবের মন্দিরের মুকুটে নতুন পালক। নয়া জামানা, হুগলি:-ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা মহেশের রথ এবং 626 বছরের পুরনো জগন্নাথ দেবের মন্দিরের মুকুটে আরো একটি নতুন পালক সংযোজিত হল। এদিন মাহেশের জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানে ভারতীয় ডাক বিভাগ শ্রীরামপুর পুরসভার সহযোগিতায় মহেশের রথযাত্রার ফার্স্ট ডে কভার এবং স্ট্যাম্প প্রকাশ করা হলো।
এর আনুষ্ঠানিক প্রকাশ করলেন পোস্টমাস্টার জেনারেল শ্রীমতি শশীশালিনী কুজুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন শ্রীরামপুর পৌরসভার পুর প্রধান গিরিধারী সাহা প্রাক্তন পুর প্রধান গৌর মোহন দে চেয়ারম্যান ইন কাউন্সিল পাপ্পু সিং পিন্টু নাগ তিয়াসা মুখার্জী, অসীম পন্ডিত, শান্তনু গাঙ্গুলি ,সহ ভারতীয় ডাক বিভাগের পদস্থ কর্তারা । ফার্স্টে কভার এবং স্টাম্প প্রকাশ করে পোস্টমাস্টার জেনারেল শশী শালিনী কুজুর জানান ঐতিহাসিক মাহেশের রথযাত্রা এবং এখানকার মন্দির বছরের ৬২৬ বছরের প্রাচীন।
আরও পড়ুন – মহার্ঘ্যভাতা অবিলম্বে প্রদানের দাবি তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে অভিযান
এটা ভারতবর্ষের দ্বিতীয় রথযাত্রা হিসেবে পরিগণিত, তাই ভারতীয় ডাক বিভাগ এই ঐতিহ্যশালী রথযাত্রা এবং মন্দিরের চ্যাম্প করতে পেরে খুবই খুশি কারণ আজকের এই স্ট্যাম্প এবং ফাস্ট ডে কভার সারা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে যাবে এবং মানুষ জানতে পারবে এই মহেশের রথযাত্রা এবং এখানকার মন্দির সম্বন্ধে, তাতে এখানকার ঐতিহ্যের প্রচার এবং প্রসার বৃদ্ধি পাবে।
চাপদানির বিধায়ক অরিন্দম গুইন এবং শ্রীরামপুর পৌরসভার পুর প্রধান গিরিধারী সাহা আজকের এই মহতি অনুষ্ঠানের প্রশংসা করেন এবং বলেন আজকে যে ঐতিহ্যশালী রথযাত্রা এবং জগন্নাথ দেবের ফাস্ট ডে কভার এবং স্ট্যাম্প প্রকাশ করা হলো হতে শ্রীরামপুর বাসী হিসেবে আমরা সবাই গর্বিত। এদিনের অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানান মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী