মাদক পাচারের বিরুদ্ধে সাফল্য পেল এসওজি,কোটি টাকার ব্রাউন সুগার ও ৭ লক্ষ টাকা সহ ধৃত ৩

মাদক পাচারের বিরুদ্ধে সাফল্য পেল এসওজি,কোটি টাকার ব্রাউন সুগার ও ৭ লক্ষ টাকা সহ ধৃত ৩

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মাদক পাচারের বিরুদ্ধে সাফল্য পেল এসওজি,কোটি টাকার ব্রাউন সুগার ও ৭ লক্ষ টাকা সহ ধৃত ৩। কোটি টাকার ব্রাউন সুগার ও নগদ প্রায় ৭ লক্ষ ৪৫ হাজার টাকা সহ তিনজনকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ। ধৃত তিনজনকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। এই চক্রের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

 

শিলিগুড়ি মেট্রোপলিটনের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে মাদক পাচার চক্রের পর্দাফাঁস হল। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মাটিগাড়া থানা অন্তর্গত এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহজনক সাদা রঙের পিকআপ ভ্যানকে আটক করে তল্লাশি চালাতে পিকআপ ভ্যান থেকে প্রায় ১ কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়। শুধু তাই নয়, উদ্ধার করা হয়েছে টাকা ভর্তি একটি ব্যাগ ওই ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় ১০০ টাকার নোট ৪ হাজার ১০০ টি, ২০০ টাকার ১ হাজার ৬০০ টি নোট ও ৫০ টাকার ৩০০ টি নোট। মোট ৭ লক্ষ ৪৫ হাজার টাকা। ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ তিনজনের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা রুজু করেছে।

আরও পড়ুন – বালুরঘাটের ৬টি পূজো কমিটিকে পুরস্কার প্রদানের ঘোষনা বালুরঘাট থানার

এদিন ব্রাউন সুগার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি গাড়ির চালক সহ তিন যুবককে করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছেন, ধৃত তিনজনের নাম বিশাল মন্ডল (১৯), মানিক মন্ডল(২৭) ও মনু লালা (২৩)। বিশাল ও মানিক ডালখোলা ও মনু লাল মালদার কালিয়াচকের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশের সন্দেহ ধৃত এই তিনজনই একটি বড় দলের সদস্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা থেকে ব্রাউন সুগার পাচার করতে গভীর রাতে তাঁরা তিনজনই শিলিগুড়ি পৌঁছেছিল। যাতে পুলিশ কিছু জানার আগেই মাদক পাচার করে সন্তর্পণে বেরিয়ে যেতে পারে। কিন্তু শিলিগুড়ি মেট্রোপলিটনের এসওজি দল এই মাদক পাচার রোধে বদ্ধ পরিকর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top