শিল্পীর শৈল্পীকতার চমকে ফের উদ্ভাসিত হওয়ার পথে বালুরঘাটের শিবতলি ক্লাবের শারদোৎসব

শিল্পীর শৈল্পীকতার চমকে ফের উদ্ভাসিত হওয়ার পথে বালুরঘাটের শিবতলি ক্লাবের শারদোৎসব। চলতি বছরে বালুরঘাটের শিবতলি ক্লাবের শারদোৎসব ৪৯তম বর্ষে। এবারে বালুরঘাটের শিবতলি ক্লাবের দুর্গাপূজার থিম কৃষ্টি। প্রতিমা এবং পূজোমন্ডপে থিমের ছোয়ার পরশ দিতে বর্তমানে শিবতলি ক্লাবের পূজোমন্ডপে কর্মব্যস্ততা তুঙ্গে।

 

জানা গেছে প্রতিমা ও পূজো মন্ডপ গড়ার গুরুভার বালুরঘাটের উদীয়মান খ্যাতনামা শিল্পী নেপাল দাস-এর কাধে। ক্লাব সূত্রে খবর মহালয়া-র দিন শিবতলি ক্লাবের পরিচালনায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে একটি বিরাট অঙ্কন প্রতিযোগীতা। জানা গেছে ঐ অঙ্কন প্রতিযোগীতার পুরস্কারেও থাকছে প্রকৃতির ছোয়া।

 

প্রতিযোগীতায় স্থানাধিকারীদের পুরস্কারের সঙ্গে ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপনের উদ্দেশ্যে দেওয়া হবে একটি করে চারা গাছ। পূজো চলবে জেলা প্রশাসনের সমস্ত গাইডলাইনকে মান্যতা দিয়ে। এবারে শিবতলি ক্লাবের দুর্গোৎসবের বাজেট ৭ লক্ষ টাকা। শিবতলি ক্লাবের সম্পাদক দায়িত্বে রয়েছেন সৃজয় চক্রবর্তী ও ক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন সমন্বয় মুখার্জি। উল্লেখ যে শুধুমাত্র শারদোৎসব আয়োজনের মধ্যেই নেই সীমাবদ্ধ নেই শিবতলি ক্লাব, সারা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত শিবতলি ক্লাব।

 

ক্লাব সূত্রে এবং ক্লাব সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর বালুরঘাটে বন্যায় অসহায় মানুষদের মুখে খবার তুলে দিতে ক্লাবের সদস্যরা ঝাপিয়ে পড়েছিল, একইভাবে কোভিড পরিস্থিতি চলাকালীন সময়ে কোভিড প্রতিরোধে স্যানিটাইজার মেশিন হাতে এলাকার বাড়ি বাড়ি স্যানিটাইজেশন করেও মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে ঝাপিয়ে পড়েছিল।

আরও পড়ুন – বালুরঘাটের ৬টি পূজো কমিটিকে পুরস্কার প্রদানের ঘোষনা বালুরঘাট থানার

সেই সাথে বছরের বিভিন্ন সময়ে প্রয়োজনীয়তার নিরিখে শিবতলি ক্লাব রক্তদান শিবির, বস্ত্রদান শিবির, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার সুষ্ঠ আয়োজনের মধ্য দিয়ে এলাকার মানুষের কাছে আদৌতে হয়ে উঠেছে বন্ধু প্রতিষ্ঠান। তাই পূজোর দিনগুলিতে বালুরঘাটের শিবতলি ক্লাবের দুর্গোৎসবের আনন্দে মেতে উঠতে দেখা ৮-৮০ প্রত্যেকেই। চলতি বছরে বালুরঘাটের শিবতলি ক্লাবের বিসর্জনের শোভাযাত্রা কার্নিভালেরও থাকছে বিশেষ চমক। শোভাযাত্রা বা কার্নিভালে সামিল হতে দেখা যাবে প্রাচীণ পলিমাটি অঞ্চল হিসাবে পরিগণিত কৃষি প্রধান দক্ষিণ দিনাজপুর জেলার কৃষক পরিবারের সদস্য-সদস্যাদের।

 

শিবতলি ক্লাবের চলতি বছরের দুর্গাপূজা কমিটির সম্পাদক প্রীতম রাম মন্ডল বলেন আমরা চাই সকলে ভাতৃত্ববোধের মধ্য দিয়ে দুর্গাপূজার আনন্দে মেতে উঠুক। তিনি বলেন আমাদের দেশ কৃষকদের দেশ, কৃষকদের সম্মান জ্ঞাপনের বিষয়টি আমরা আমাদের শারদোৎসবের মধ্য দিয়ে বার্তা দিতে চাই। সব মিলিয়ে বিগত ৪৮ তম বর্ষে শারদোৎসবে দর্শনার্থীদের চমক দেওয়া শিবতলি ক্লাবের ৪৯তম বর্ষের শারদোৎসবের চমক দেখতে উৎসুক আপামর দক্ষিণ দিনাজপুর জেলাবাসী।