দ্রৌপদী মুর্ম্মুর মঙ্গল কামনায় ‘মারাং বুরু চাচো মার্শাল আশ্রমে’ প্রথা মেনে হলো আদিবাসীদের পূজাপাঠ। দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে চলেছেন দ্রৌপদী মুর্ম্মু। এই প্রথম আদিবাসী সমাজের এক প্রতিনিধি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হচ্ছেন। আর এই ঘটনায় যথেষ্ট উচ্ছ্বসিত ঐ জনজাতির মানুষ।
সোমবার দ্রৌপদী মুর্ম্মুর মঙ্গল কামনায় শুশুনিয়া পাহাড়ের কোলে হাপানিয়া গ্রামের ‘মারাং বুরু চাচো মার্শাল আশ্রমে’ আদিবাসী প্রথা মেনে হলো পূজাপাঠ। সঙ্গে দ্রৌপদী মুর্ম্মুর ছবি নিয়ে তাঁকে নিয়ে গান তৈরী করে চললো দেদার নাচ-গান। এদিনের এই অনুষ্ঠানে এলাকার আদিবাসী সমাজের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সকলেই অংশ নিয়েছিলেন।
এদিনের অনুষ্ঠানে অংশ নেওয়া গৃহবধূ লক্ষী টুডু বলেন, আজকের দিনটা আমাদের সাঁওতালী জনজাতির মানুষের কাছে অত্যন্ত গর্বের দিন। দ্রৌপদী মুর্ম্মর হাত ধরে ভারতবর্ষ উন্নতির চরম শিখরে পৌঁছাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
‘মারাং বুরু চাচো মার্শাল আশ্রমে’র আচার্য বাবুনাথ টুডু বলেন, আমাদের জনজাতির প্রতিনিধি দ্রৌপদী মুর্ম্মু তাঁর কার্যকালে যাতে সারা বিশ্বের কাছে ভারতের নাম যাতে উজ্জ্বল করতে পারেন তাই আমরা পূজো দিলাম। একই সঙ্গে পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মানুষের জন্য তিনি কাজ করবেন বলেও তিনি আশাবাদী বলে জানান।
আরও পড়ুন – 44 তম দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ে
উল্লেখ্য, দ্রৌপদী মুর্ম্মুর মঙ্গল কামনায় ‘মারাং বুরু চাচো মার্শাল আশ্রমে’ প্রথা মেনে হলো আদিবাসীদের পূজাপাঠ। দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে চলেছেন দ্রৌপদী মুর্ম্মু। এই প্রথম আদিবাসী সমাজের এক প্রতিনিধি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হচ্ছেন। আর এই ঘটনায় যথেষ্ট উচ্ছ্বসিত ঐ জনজাতির মানুষ।
সোমবার দ্রৌপদী মুর্ম্মুর মঙ্গল কামনায় শুশুনিয়া পাহাড়ের কোলে হাপানিয়া গ্রামের ‘মারাং বুরু চাচো মার্শাল আশ্রমে’ আদিবাসী প্রথা মেনে হলো পূজাপাঠ। সঙ্গে দ্রৌপদী মুর্ম্মুর ছবি নিয়ে তাঁকে নিয়ে গান তৈরী করে চললো দেদার নাচ-গান। এদিনের এই অনুষ্ঠানে এলাকার আদিবাসী সমাজের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সকলেই অংশ নিয়েছিলেন।