উৎসশ্রী প্রকল্পে শিক্ষক বদলিতে দুর্নীতির অভিযোগ

উৎসশ্রী প্রকল্পে শিক্ষক বদলিতে দুর্নীতির অভিযোগ । বিচার চেয়ে হাইকোর্টে যাচ্ছে কংগ্রেস। জানালেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত। নেপাল বাবু আজ রবিবার বলেন বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে হাই কোর্টে যাচ্ছি। জেলার উচ্চ মাধ্যমিক স্কুল গুলিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিটি স্কুলে শিক্ষক সংখ্যা বিশাল ভাবে কমে গেছে। বাঘমুন্ডি বিধানসভায় আরও ভয়ানক। বীরগ্রাম উচ্চ মাধ্যমিক স্কুলে ছাত্র সংখ্যা ১৯০০ শিক্ষক তিন জন। বাঘমুন্ডি গার্লস স্কুলে ছাত্রী সংখ্যা ১১০০ শিক্ষক ৩ জন।

 

কোথায় চারজন শিক্ষক আছেন ছাত্র সংখ্যা ২ হাজার। বর্তমানে যেখানে দাড়িয়ে কথা বলছি সেই ঝালদা হাই স্কুলে একাদশ শ্রেনীতে ভর্তি বন্ধ করে দিয়েছিলেন শিক্ষকের অভাবে। পরে ভর্তি নিয়েছেন। তবে অভিভাবকদের বলে দিয়েছেন নিজ বাড়িতে পড়িয়ে নিবেন। জেলা শিক্ষা আধিকারিক কে আর টি আই করে জানতে পারলাম বহু স্কুল শিক্ষক শুন্য হয়ে গেছে। কারন হিসাবে বুঝলাম সরকারের উৎসশ্রী পোর্টাল দায়ী। নিয়ন অনুযায়ী ছাত্র অনুযায়ী শিক্ষক সংখ্যা কমে গেলে পরিচালন সমিতি আর কোন শিক্ষকের বদলীর অনুমোদন দিতে পারে না।

আরও পড়ুন – 44 তম দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ে

কিন্তু রাজ্য সরকারের এই পোর্টালে অসুস্থ দেখিয়ে বদলীর নিয়ম রয়েছে। সেই নিয়মকে অপব্যবহার করে তিন মাসে জেলা থেকে অন্য জেলায় বদলী হয়েছেন সাড়ে ৬ শত জন শিক্ষক। একসাথে এত গুলো শিক্ষক অসুস্থ হয়ে গেলেন। ভাবতেও অবাক লাগে। শুনেছি নাকি এই সব বদলীর ব্যবস্থা করার খরচ হয়েছে ৫০ হাজার থেকে চার লক্ষ। এর ফলে জেলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে।
তাই সঠিক তদন্তের জন্য হাইকোর্টে যাচ্ছি | উৎসশ্রী প্রকল্পে