ইউনিভার্সাল মার্শাল আর্ট একাডেমী পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল সোনাজয়ী এবং রুপোজয়ী খেলোয়াড়দের উত্তর 24 পরগনার গাইঘাট ঠাকুরনগর মিলনের সঙ্গে অনুষ্ঠিত ইউনিভার্সাল মার্শাল আর্ট পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান. এস্টেট গেম কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি তে অনুষ্ঠিত হয়েছিল অ্যামেচার ক্যাটাগরি ও প্রফেশনাল ক্যাটাগরিত. এই ক্যাটাগরিতে যে সমস্ত ক্রীড়াবিদ জয়ী হয়ে পদক পেয়েছিল তাদেরকে আজ ইউনিভার্সেল মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়.
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইঘাটা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সরকার তৃণমূল নেতা নরত্তম বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল মাইথন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুপ্রিয় বিশ্বাস সহ গাইঘাটা থানার ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টর শ্রাবণী বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব.
আরও পড়ুন- কালিন্দী নদীর পারে ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবনকে বাঁচাতে স্বয়ং বিডিও বিধায়ক
এই বিষয়ে সাব-ইন্সপেক্টর শ্রাবণী বিশ্বাস বলেন আগামী দিনে এই সমস্ত মার্শাল আর্টের ছাত্র-ছাত্রীদের কোনোরকম অসুবিধা হলে গাইঘাটা পুলিশ প্রশাসন সব সময় পাশে থাকবে তৃণমূল নেতা নরত্তম বিশ্বাস বলেন আজকের আমাদের ঠাকুরনগরের গর্ব সাতটা পদক আমাদের ঠাকুরনগরে জয়ী হয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানায় তারা আমাদের ঠাকুরনগরের নাম উজ্জ্বল করেছে আগামী দিনে এই সমস্ত ছাত্র-ছাত্রীর পাশে থাকতে পারলে আমি নিজেকে খুব আনন্দিত মনে করব ইউনিভার্সেল মার্শাল আর্টের কর্ণধর আদিত্য হীরা জানান এই মার্শাল আর্ট খুবই কষ্টকর এবং পরিশ্রম দায়ী আজকে আমার ছাত্রছাত্রীরা যে পদক জয় করেছে তাতে আমি খুব আনন্দিত ও গর্বিত আগামী দিনে এই সমস্ত ছাত্র-ছাত্রী আরও বড় কিছু করুক এই আশাই রাখছি. তিনি আরো জানান আমি একজন আমি একজন বক্সার এস্টেট লেভেলে খেলবার জন্য প্রস্তুতি নিচ্ছি প্রতিনিয়ত.