মালদহ শহরের কোঠাবাড়িতে শ্রীশ্রী রক্ষাকালী মায়ের পুজো। মঙ্গলবার গভীর রাতে মালদহ শহরের কোঠাবাড়িতে জনকল্যাণ সমিতির শ্রী শ্রী রক্ষাকালীর পূজা অনুষ্ঠিত হল। এবার এই পুজো ৫২ তম বর্ষে পদার্পণ করল। এলাকার এই প্রাচীন রক্ষাকালী পুজো সম্পর্কে ইতিহাস রয়েছে। বাংলা ১৩৭৭ সালে দুরারোগ্য কলেরা ব্যাধির প্রকোপে যখন সকল গৃহে হাহাকার উঠেছিল তখন স্বপ্নে অভির্ভুত হয়ে দেবী এলাকার এক ব্যক্তিকে আদেশ দিয়েছিলেন পুজো করার।
দেবীর ইচ্ছানুযায়ি পুজোর আয়োজন করায় এলাকাবাসি রক্ষা পেয়েছিল বলে এলাকাবাসীর বিশ্বাস। তার পর থেকেই প্রতি বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যার পূন্য তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। চিরাচরিত প্রথা অনুযায়ী এই অঞ্চলে পুজোর দিন দুপুরে প্রতিটি গৃহে হলুদ ও তেল নিষিদ্ধ । সম্পূর্ণ নিরামিষ অন্ন,রাত্রে লবণ নিষিদ্ধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণ করে। এলাকায় বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও বাস করেন।
তারাও এই চিরাচরিত প্রথায় সামিল হন।সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই পূজায় অংশ গ্রহণ করেন। এ ছাড়াও প্রথা অনুযায়ী অমাবস্যা লাগলে রাত্রে এই প্রতিমা আনা হয়। গভীর রাতে পুজো হয় এবং পুজো শেষে সেই রাতেই প্রতিমা বিসর্জন করে দেওয়া হয়। এবারেও তার অন্যথা হয়নি। মঙ্গলবার গভীর রাতে দেখা গেল মন্ডপে ভক্তদের ভিড় পূজো চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরাট মেলবন্ধন এই পুজোকে কেন্দ্র করে দেখা গেল এলাকায়।
আরও পড়ুন – চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকেরা।
উল্লেখ্য মঙ্গলবার গভীর রাতে মালদহ শহরের কোঠাবাড়িতে জনকল্যাণ সমিতির শ্রী শ্রী রক্ষাকালীর পূজা অনুষ্ঠিত হল। এবার এই পুজো ৫২ তম বর্ষে পদার্পণ করল। এলাকার এই প্রাচীন রক্ষাকালী পুজো সম্পর্কে ইতিহাস রয়েছে। বাংলা ১৩৭৭ সালে দুরারোগ্য কলেরা ব্যাধির প্রকোপে যখন সকল গৃহে হাহাকার উঠেছিল তখন স্বপ্নে অভির্ভুত হয়ে দেবী এলাকার এক ব্যক্তিকে আদেশ দিয়েছিলেন পুজো করার। দেবীর ইচ্ছানুযায়ি পুজোর আয়োজন করায় এলাকাবাসি রক্ষা পেয়েছিল বলে এলাকাবাসীর বিশ্বাস। তার পর থেকেই প্রতি বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যার পূন্য তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। চিরাচরিত প্রথা অনুযায়ী এই অঞ্চলে পুজোর দিন দুপুরে প্রতিটি গৃহে হলুদ ও তেল নিষিদ্ধ ।
সম্পূর্ণ নিরামিষ অন্ন,রাত্রে লবণ নিষিদ্ধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণ করে। এলাকায় বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও বাস করেন। তারাও এই চিরাচরিত প্রথায় সামিল হন।সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই পূজায় অংশ গ্রহণ করেন। এ ছাড়াও প্রথা অনুযায়ী অমাবস্যা লাগলে রাত্রে এই প্রতিমা আনা হয়। গভীর রাতে পুজো হয় এবং পুজো শেষে সেই রাতেই প্রতিমা বিসর্জন করে দেওয়া হয়। এবারেও তার অন্যথা হয়নি। মঙ্গলবার গভীর রাতে দেখা গেল মন্ডপে ভক্তদের ভিড় পূজো চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরাট মেলবন্ধন এই পুজোকে কেন্দ্র করে দেখা গেল এলাকায়। শ্রীশ্রী রক্ষাকালী